বগুড়ার ধুনটে বৃষ্টিতে পাকা সড়ক ভেঙে বড় গর্ত, ঝুঁকিতে যান চলাচল
ধুনট (বগুড়া) প্রতিনিধি : ঘূর্ণিঝড় মোন্থার প্রভাবে কয়েক দিনের বৃষ্টিতে বগুড়ার ধুনট-বড়িয়া তিনমাথা পাকা সড়কের আড়কাটিয়া এলাকায় সেতুর সংযোগ সড়কের একাংশ ভেঙে সৃষ্টি হয়েছে বড় গর্তের। এতে উপজেলা সদর থেকে চিকাশি হয়ে বড়িয়া তিনমাথা যাওয়ার গুরুত্বপূর্ণ সড়কটিতে চরমঝুঁকিতে চলছে যানবাহন ও পথচারীরা।
সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার সদর থেকে বড়িয়া তিনমাথা পর্যন্ত প্রায় ১২ কিলোমিটার পাকা সড়কটি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অর্থায়নে পাকা করা হয়েছে। সড়কটি এলাকাবাসীর জন্য বেশ গুরুত্বপূর্ণ। এই পথে প্রতিদিন ছোট-বড় বিভিন্ন ধরনের যানবাহন চলাচল করে।
গত কয়েক দিনের বৃষ্টির পানি গড়িয়ে সড়কের আড়কাটিয়া অংশে ভেঙে গেছে। সড়কের ভেঙে যাওয়া অংশে অন্তত ৮-১০ ফুট গভীর গর্তের সৃষ্টি হয়েছে। ওই পথে ট্রাক, অটোরিকশা, অ্যাম্বুলেন্স, রিকশা, মোটরসাইকেলসহ সব ধরনের যানবাহন চলতে হচ্ছে গর্তের একদম পাশ ঘেঁষে আতঙ্ক নিয়ে।
আরও পড়ুনস্থানীয় বাসিন্দা আমজাদ হোসেন বলেন, রাস্তার পাশে নিচু এলাকার কারণে অতিবৃষ্টিতে এ অংশটা ভেঙে গেছে। এতে দুর্ভোগে পড়েছেন এলাকার শতাধিক গ্রামের নানা শ্রেণি-পেশার মানুষ। এভাবে পড়ে থাকা গর্তে যেকোন সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে। এ অবস্থায় সড়কটির ভাঙা স্থানে দুর্ঘটনা এড়াতে লাল নিশান উড়িয়ে সতর্ক সংকেত দিয়েছে স্থানীয়রা। সড়কটি দ্রুত সংস্কার জরুরি।
এ বিষয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উপজেলা প্রকৌশলী বখতিয়ার হোসেন বলেন, বৃষ্টির কারণে সড়কটি ক্ষতিগ্রস্ত হয়েছে। সংবাদ পেয়ে অফিস থেকে লোক পাঠিয়ে ভাঙন স্থান পরিদর্শন করা হয়েছে। দ্রুত মেরামতের ব্যবস্থা নেওয়া হচ্ছে।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক








