ভিডিও বুধবার, ০৫ নভেম্বর ২০২৫, ২০ কার্তিক ১৪৩২

প্রকাশ : ০৫ নভেম্বর, ২০২৫, ০৬:১৪ বিকাল

চাঁদপুরে পাসপোর্ট করতে এসে আটক দুই রোহিঙ্গা নারী

জুহুরা বেগম (৩৫) ও সুবাইরা (১৮) ।

চাঁদপুরে আঞ্চলিক পাসপোর্ট অফিসে ভুয়া এনআইডি দিয়ে পাসপোর্ট করতে এসে আটক হয়েছেন দুই রোহিঙ্গা নারী। তাদেরকে চাঁদপুর সদর মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

সর্বশেষ বুধবার (৫ নভেম্বর) ভোর ৫টায় দুই নারীকে চাঁদপুর সদর মডেল থানা থেকে তাদের কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পে পাঠানো হয়েছে। এর আগে মঙ্গলবার দুপুরে ভুয়া এনআইডি দিয়ে পাসপোর্ট করতে এসে এক কর্মকর্তার হাতে ধরা পড়েন ওই দুই নারী।

আটকরা হলেন- কক্সবাজার কুতুপালংয়ের ২ নম্বর ক্যাম্পের ই-১১ ব্লকের বাসিন্দা সহিসু আলমের মেয়ে সুবাইরা (১৮) ও সোনা আলীর মেয়ে জুহুরা বেগম (৩৫)।

চাঁদপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসের কর্মকর্তারা জানান, মঙ্গলবার দুপুর ১২টার দিকে দুই নারী পাসপোর্ট করার জন্য পাসপোর্ট অফিসে আসেন। এর মধ্যে সুবাইরা পাসপোর্টের জন্য ব্যাংক ড্রাফট আবেদনসহ অন্যান্য কাগজপত্র নিয়ে আসেন। ভোটার আইডির ভেরিফাইড ও ফটোকপি একসঙ্গে সংযুক্ত করেন। যদিও ওই এনআইডি ছিল শাহরাস্তি উপজেলা রুমা আক্তার নামে আরেক নারীর। তাদের সন্দেহ হলে নির্বাচন অফিসের কর্মকর্তারা তাদের বিভিন্ন প্রশ্ন করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জালিয়াতির কথা স্বীকার করেন।

ওই দুই নারীর বরাতে পাসপোর্ট অফিসের কর্মকর্তারা আরও জানান, তাদেরকে সৌদি আরব নেওয়ার আশ্বাসে এক লোক তাদের সঙ্গে  যোগাযোগ করে। সেই লোকের মাধ্যমেই পাসপোর্ট করার জন্য এসব কাগজপত্র তারা যোগাড় করেন। তবে আটক দুই নারী দাবি করছে ওই লোককে তারা চেনেন না।

আরও পড়ুন

চাঁদপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসের উপপরিচালক মো. মাহবুবুর রহমান বলেন, এসবি ক্লিয়ারেন্স বন্ধ হওয়ায় আমরা আরও সাবধান হয়েছি। তারপরও আতঙ্কের মধ্যে থাকতে হয়। কারণ ফাঁক ফোঁকড় দিয়ে রোহিঙ্গারা পাসপোর্ট নিয়ে যেতে পারে। আমরা চেষ্টা করছি এক্ষেত্রে আরও সতর্ক হওয়ার। আটক দুই রোহিঙ্গা নারীকে পুলিশে সোপর্দ করা হয়েছে।

চাঁদপুর আঞ্চলিক পাসপোর্ট অফিস থেকে তাদেরকে আটক করে থানায় নিয়ে আসেন উপ-পরিদর্শক (এসআই) আওলাদ হোসেন। তিনি বলেন, ওই দুই নারীর সঙ্গে আমি কথা বলেছি। তবে তাদের ভাষা বোঝা যায় না। যতটুকু জানতে পেরেছি ক্যাম্প এলাকার সোহাগ নামে এক দালালের মাধ্যমে তারা চাঁদপুরে পাসপোর্ট করার জন্য আসেন। কিন্তু চাঁদপুরের শাহরাস্তি উপজেলার ঠিকানায় ভুয়া আইডি কার্ড ব্যবহার করে তারা ধরা পড়ে।

চাঁদপুর সদর মডেল থানার ওসি মো. বাহার মিয়া বলেন, আটক দুই নারী বৈধভাবে ওই ক্যাম্পে থাকেন। এ কারণে তাদেরকে বুধবার ভোরে থানার কর্মকর্তা ও ফোর্সসহ ওই ক্যাম্পে পাঠানো হয়েছে। তাদেরকে সেখানে পৌঁছানোর পর ক্যাম্প প্রধান তাদের বিষয়ে আইনি ব্যবস্থা নেবেন। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটে ট্রাক ও অটোরিকশার সংঘর্ষে নিহত ২

১১ দিনের সফরে সৌদি যাচ্ছেন ধর্ম উপদেষ্টা

বগুড়ার শাজাহানপুরে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার

চকরিয়ায় ৮০ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ৩

যে কারণে জাতীয় দলের চাকরি ছাড়লেন সালাউদ্দিন

বগুড়ার দুপচাঁচিয়ায় তালুচ হাট মার্কেট ভবন নির্মাণ কাজ ফেলে ঠিকাদার লাপাত্তা