সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৭৪৮
সারাদেশে বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ১ হাজার ৭৪৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৫ নভেম্বর) পুলিশ সদর দপ্তর থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
পুলিশ হেডকোয়ার্টার্স জানায়, গত ২৪ ঘণ্টায় সারাদেশে বিশেষ অভিযান চালিয়ে মামলা ও ওয়ারেন্টমূলে ১ হাজার ২০৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সেই সঙ্গে এই সময়ে অন্যান্য অপরাধে আরও ৫৪১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
আরও পড়ুনএছাড়াও অভিযানে একটি বিদেশি পিস্তল, একটি বিদেশি রিভলভার, একটি একনলা বন্দুক, একটি দেশীয় পাইপগান, একটি এলজি, একটি ম্যাগাজিন, ২ রাউন্ড কার্তুজ, একটি কিরিচ ও ৩টি ধারালো ছুরি জব্দ করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে পুলিশ সদর দপ্তর।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক









