ভিডিও বুধবার, ১২ নভেম্বর ২০২৫, ২৭ কার্তিক ১৪৩২

প্রকাশ : ০৪ নভেম্বর, ২০২৫, ০৫:৪৬ বিকাল

বন্ধুর সঙ্গে মোটরসাইকেলে ঘুরতে গিয়ে প্রাণ গেল তরুণীর

নিহত সুমাইয়া (১৮)

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় বন্ধুর সঙ্গে মোটরসাইকেলে ঘুরতে গিয়ে চাকায় ওড়না পেঁচিয়ে সুমাইয়া (১৮) নামে এক তরুণীর মৃত্যু হয়েছে।  গতকাল সোমবার (৩ নভেম্বর) বিকেলে ঢাকা-খুলনা মহাসড়কের গোয়ালন্দ উপজেলার জমিদার ব্রিজ এলাকায় এই ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত সুমাইয়া তার বন্ধু মো. সজিব প্রামাণিকের মোটরসাইকেলে করে ঘুরতে যায়। এ সময় মোটরসাইকেলটি দ্রুতগতিতে চলাকালে হঠাৎ পেছনের চাকায় সুমাইয়ার ওড়না পেঁচিয়ে যায়। এতে সুমাইয়া মোটরসাইকেল থেকে সড়কে ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাতে তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের বড় ভাই বাদী হয়ে রাতেই আহলাদিপুর হাইওয়ে থানায় সজিব প্রামাণিকের বিরুদ্ধে মামলা করেন। মামলার পর পুলিশ ফরিদপুর থেকে সজিবকে মোটরসাইকেলসহ গ্রেপ্তার করে।

এ বিষয়ে আহলাদিপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম শেখ বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতের পরিবারের পক্ষ থেকে মামলার পর আসামিকে গ্রেপ্তার করে আজ রাজবাড়ীর আদালতে পাঠানো হয়েছে।

আরও পড়ুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মধ্যরাতে ঢাবির পাঁচ স্থাপনায় ছাত্রলীগের তালা

৪৪তম বিসিএসের সম্পূরক ফল প্রকাশ, উত্তীর্ণ ১৬৭৬ 

দেশে ফিরেছেন শমিত সোম

ভেনেজুয়েলায় সম্ভাব্য মার্কিন হামলা ঠেকাতে দেশটির গেরিলা যুদ্ধের প্রস্তুতি 

অভিনেতা গোবিন্দ হাসপাতালে ভর্তি

ঢাকা ও আশপাশের জেলায় বিজিবি মোতায়েন