ভিডিও মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫, ১৯ কার্তিক ১৪৩২

প্রকাশ : ০৪ নভেম্বর, ২০২৫, ০৫:১৬ বিকাল

রাগ সব সময় আমাকে কষ্ট দেয় : পরেশ রাওয়াল

পরেশ রাওয়াল

কয়েক দশক ধরেই সেরা অভিনেতা হিসেবে বলিউডে জায়গা করে নিয়েছেন পরেশ রাওয়াল। তবে শুধু পর্দায় নয়, বাস্তব জীবনেও মেজাজ হারিয়ে ফেলার জন্য জনপ্রিয় তিনি। ‘প্রতিশোধ’ নাটকের একটি স্পেশাল শোয়ের একটি ঘটনা শেয়ার করেছেন পরেশ। 
 
 
একবার মঞ্চ থেকে নেমে হঠাৎ নাকি দর্শকদের মধ্যে ঢুকে পড়েছিলেন অভিনেতা। শুধু দর্শকদের মধ্যেই পা রাখেননি, একজনকে চড়ও মারেন।
 
একটি পডকাস্টে পরেশ বলেন, ‘আমি নিজেকে সেই সময়ে ধরে রাখতে পারিনি। কেউ অনবরত অশ্লীল মন্তব্য করে গিয়েছে।
 
যে ঘটনায় প্রচুর সমস্যা তৈরি হয়েছিল। স্বাভাবিকভাবেই, সেদিন নাটকটি বন্ধ করে দেওয়া হয়েছিল। এমনকী থিয়েটার মালিকরা বলেছিলেন যে তারা পরেশকে আর সেখানে অভিনয় করতে দেবেন না।’
 
 
তার কথায়, ‘আমি তাকে তিন-চারবার চড় মেরে আবার মঞ্চে ফিরে আসায় থিয়েটার হলের লোকজন আরও রেগে গিয়েছিলেন।’ তবে এই ঘটনায় পরেশের কোনও অনুশোচনা নেই বলেও জানিয়েছেন।
 
পরেশের ভাষ্যে, ‘রাগ সবসময় আমায় কষ্ট দেয়। আঘাতেরও বিভিন্ন প্রতিক্রিয়া থাকে। আমি কিছুক্ষেত্রে আক্রমণাত্মক হয়ে যাই যেটা হয়তো খারাপ।’ পরেশের বাবাও খুব বদমেজাজি ছিলেন। তবে তিনি নিজেকে বুলেটপ্রুফ জ্যাকেটের সঙ্গে তুলনা করেছেন। যাতে কেউ তাকে কখনও স্পর্শ করতে না পারে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় ফোন করে বাড়ি থেকে ডেকে এনে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা

দেশের ৪ জেলায় অতিভারী বৃষ্টি ও ভূমিধসের শঙ্কা

দেবকে ফিরিয়ে দিয়েছিলেন সোহিনী

বগুড়ার ডিবি’র ওসিসহ দুই পুলিশ কর্মকর্তার প্রত্যাহার আদেশ বাতিল, স্বপদে বহাল 

রতন কুমার সরকার, উচ্চাঙ্গ আস্থার প্রতীক

স্টেজ শো’তেই মেতে আছেন সালমা