হবিগঞ্জে বৃন্দাবন কলেজের কনসার্টে হট্টগোল, আহত অন্তত ৩০
হবিগঞ্জ বৃন্দাবন সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের রজতজয়ন্তী (২৫ বছর পূর্তি) উপলক্ষে আয়োজিত কনসার্টে হট্টগোল ও মারামারির ঘটনা ঘটেছে। এতে অন্তত ৩০ জন আহত হয়েছেন।
গতকাল শনিবার (১ নভেম্বর) রাতে হবিগঞ্জ শহরের জালাল স্টেডিয়ামে ঘটনাটি ঘটেছে। আহতদের সদর আধুনিক হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ ও হাসপাতাল সূত্র।
প্রত্যক্ষদর্শীরা জানান, কলেজের ব্যবস্থাপনা বিভাগের ২৫ বছর পূর্তি উপলক্ষে প্রায় এক মাসের প্রস্তুতিতে ব্যান্ড ‘লালন’-এর কনসার্ট আয়োজন করা হয়। সারাদিনের বৃষ্টির পরও সন্ধ্যায় মাঠে হাজারো দর্শকের উপস্থিতিতে কনসার্ট শুরু হয়।
তবে একপর্যায়ে বৈদ্যুতিক গোলযোগের কারণে গান পরিবেশনে দেরি হলে দর্শকদের মধ্যে অসন্তোষ দেখা দেয়। পরে স্টেজের দিকে বোতল নিক্ষেপ করলে বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে। দুই দল যুবকের মধ্যে চেয়ার ও বোতল ছোড়াছুড়ি শুরু হলে উপস্থিত দর্শকরা আতঙ্কে ছুটোছুটি করেন।
হুড়োহুড়ির মধ্যে অন্তত ৩০ জন আহত হন। আহতদের মধ্যে শিপন মিয়া, পারুল আক্তার, তানিম, আব্দুল কদ্দুছ, দূর্জয় গোপ, শান্ত দেব, মো. কামরুল হাসান, আকিব চৌধুরী, নুর আলম, সালমান, রাকিব, রাফি তালুকদার, কাউছার মিয়া ও মোজাহিদ মিয়া রয়েছেন।
আরও পড়ুনপরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে গেলে আয়োজকরা কনসার্ট বন্ধ করে দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
রজতজয়ন্তী ও পূণর্মিলনী উদযাপন কমিটির আহ্বায়ক শাহ রাজিব আহমেদ রিংগন বলেন, দীর্ঘদিন প্রস্তুতি নিয়ে জেলাবাসীর জন্য আনন্দমুখর একটি অনুষ্ঠান করতে চেয়েছিলাম। শেষ মুহূর্তে দর্শকদের ভিড়ে কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। প্রশাসন দ্রুত ব্যবস্থা নেওয়ায় বড় কোনো ক্ষতি হয়নি।
হবিগঞ্জ সদর মডেল থানার ওসি এ কে এম শাহাবুদ্দিন শাহীন জানান, কনসার্টে বিপুল দর্শক উপস্থিত থাকায় কিছু সময়ের জন্য বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছিল। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
মন্তব্য করুন










