ভিডিও বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫, ১৩ কার্তিক ১৪৩২

গাইবান্ধায় ১ লাখ ৯৭ হাজার মে.টন শাকসবজি উৎপাদনের লক্ষ্যমাত্রা

গাইবান্ধায় ১ লাখ ৯৭ হাজার মে.টন শাকসবজি উৎপাদনের লক্ষ্যমাত্রা

গাইবান্ধা জেলা  প্রতিনিধি : চলতি ২০২৫-২৬ মৌসুমে গাইবান্ধা জেলায় ৭ উপজেলায় শাকসবজি, পেঁয়াজ, মরিচ, রসুনের ব্যাপক উৎপাদন সম্ভাবনার ইঙ্গিত দিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। তারা জানায়, গাইবান্ধা জেলায় ১১ হাজার ২৩৫ হেক্টর কৃষি জমিতে শাকসবজি, পেঁয়াজ, মরিচ, রসুন আবাদের লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছে।

হিসেব অনুযায়ী ৭ উপজেলায় জমিতে শাকসবজি ৬ হাজার ৮২৫ হেক্টর, পেঁয়াজ ২ হাজার ১৪৭ হেক্টর, মরিচ ২ হাজার ৮ হেক্টর ও রসুনের ২৫ হেক্টর আবাদের লক্ষ্যমাত্রা নিশ্চিত করেছে জেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। অর্জিত লক্ষ্যমাত্রার হিসেবে এবার ৭ উপজেলায় বিভিন্ন ধরনের শাকসবজি মোট ১ লাখ ৯৭ হাজার ২৫ মে.টন, পেঁয়াজ ২৩ হাজার ৭৮৩ মে.টন, রসুন ২ হাজার ১৫৯ মে.টন এবং মরিচ ৫ হাজার ৩১৩ মে.টন উৎপাদিত হবে।

শাকসবজি উৎপাদনের ক্ষেত্রে গাইবান্ধা জেলা চলতি মৌসুমে রংপুর বিভাগের মধ্যে এক নতুন মাত্রা যোগ করবে বলে ধারণা করা হচ্ছে। কৃষি বিভাগ জানিয়েছে আবহাওয়া অনুকূলে থাকায় এবার শাকসবজি উৎপাদন লক্ষ্যমাত্রা আশানুরূপ বৃদ্ধি পেয়েছে।

লক্ষ্যমাত্রানুযায়ী গাইবান্ধা সদরে ৭৩৮ হেক্টর, পলাশবাড়ীতে ৬৩২ হেক্টর, সাদুল্যাপুরে ২০৫ হেক্টর, গোবিন্দগঞ্জে ১৭ হাজার ৫ হেক্টর, সুন্দরগঞ্জে ৭৯৩ হেক্টর, সাঘাটায় ৪৮০ হেক্টর ও ফুলছড়িতে ৪২২ হেক্টর জমিতে শাকসবজি আবাদের লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছে।

আরও পড়ুন

হিসেব অনুযায়ী চলতি মৌসুমে গাইবান্ধা সদরে ২১ হাজার ৪০২ মে.টন, সাদুল্যাপুরে ৫৯ হাজার ৫৯৫ মে.টন, পলাশবাড়ীতে ১৮হাজার ৩২৮ মে.টন, গোবিন্দগঞ্জে ৪৯ হাজার ৪৪৫ মে.টন, সুন্দরগঞ্জে ২২ হাজার ৯৯৭ মে.টন, সাঘাটায় ১৩ হাজার ৯২০ মে.টন, ফুলছড়িতে ১২ হাজার ২৩৮ মে.টন শাকসবজি উৎপাদিত হবে।

এসব লক্ষ্যমাত্রানুযায়ী চলতি রবি মৌসুমে গাইবান্ধা জেলার ৭ উপজেলায় মোট ১ লাখ ৯৭ হাজার ৯২৫ মে.টন শাকসব্জি উৎপাদনের সম্ভাবনা রয়েছে। গাইবান্ধা জেলার শাকসবজি আবাদের লক্ষ্যমাত্রা ও উৎপাদন রংপুর বিভাগে দ্বিতীয় শীর্ষ স্থানে রয়েছে বলে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানিয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় নির্মাণের চার মাসেই ভেঙে গেল পাকা সড়ক

মেট্রো রেলে ঝাঁকুনি, কারওয়ান বাজার-আগারগাঁও চলাচল বন্ধ

দিনাজপুরের ঘোড়াঘাটে এ্যানথ্রাক্স আতঙ্কে কমেছে মাংস বিক্রি

টিসিবি’র পণ্য ক্রয় করতে বাড়তি খরচ হচ্ছে চরাঞ্চলবাসীদের

রাজশাহীতে পদ্মা নদীর পাড়ে বুদবুদ আকারে গ্যাস বের হচ্ছে

জামায়াত ক্ষমতায় গেলে সুখী সমৃদ্ধশালী একটি কল্যাণ রাষ্ট্র উপহার পাবেন : অধ্যক্ষ শাহাবুদ্দিন