ভিডিও বুধবার, ২৯ অক্টোবর ২০২৫, ১৩ কার্তিক ১৪৩২

নির্বাচন কোনো কারণে নাও হতে পারে, কিন্তু জুলাই সনদ আগে হতে হবে : তাহের

নির্বাচন কোনো কারণে নাও হতে পারে, কিন্তু জুলাই সনদ আগে হতে হবে : তাহের, ছবি: সংগৃহীত।

নভেম্বরে গণভোট না হলে আগামী সব নির্বাচনেই চাপ পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। 

আজ বুধবার (২৯ অক্টোবর) সকালে দলের কেন্দ্রীয় কার্যালয়ে কমনওয়েলথের ‘ইলেকটোরাল সাপোর্ট’ শাখার প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে গণমাধ্যমকর্মীদের এমন আশঙ্কার কথা জানান তিনি। জামায়াতের এই নায়েবে আমির বলেন, এবারের নির্বাচন অন্যান্য সাধারণ নির্বাচনের মতো নয়, এবারের নির্বাচন উৎসবমুখর পরিবেশে হবে, এটাই জাতি আশা করে। জুলাই সনদ এতই গুরুত্বপূর্ণ যে, কিছু ফান্ড খরচ করে হলেও গণভোটের মাধ্যমে এটা বাস্তবায়ন করা প্রয়োজন। এ সময় নভেম্বরে গণভোট না হলে আগামী সব নির্বাচনেই চাপ পড়তে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি।

গণভোটের সঙ্গে উচ্চকক্ষে পিআরের বিষয়টিও জড়িত, তাই নির্বাচনের আগে গণভোটের মাধ্যমে এটি সমাধানের আহ্বান জানিয়ে ডা. আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, জাতীয় নির্বাচন কোনো কারণে নাও হতে পারে, কিন্তু জুলাই সনদ একটি গুরুত্বপূর্ণ দলিল, এটা সবার আগে হতে হবে। ভোটকক্ষে সিসি ক্যামেরা ও কেন্দ্রে সেনাবাহিনী, বিজিবি, র‌্যাবসহ সব বাহিনীর অবস্থান নিশ্চিতের দাবি জানিয়ে তিনি বলেন, এর আগে এসব বাহিনী স্ট্রাইকিং ফোর্স হিসেবে থাকত। এবার তাদের প্রতিটি কেন্দ্রে অবস্থান করতে হবে।

আরও পড়ুন

কমনওয়েলথের ‘ইলেকটোরাল সাপোর্ট’ শাখার প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশে নির্বাচনের পরিবেশ কেমন আছে, তারা সেটি জানতে চেয়েছে। বৈঠকে সুষ্ঠু নির্বাচনের জন্য যা যা প্রস্তুতি দরকার, জামায়াতের পক্ষ থেকে সেসব প্রস্তুতি রয়েছে বলে প্রতিনিধি দলকে জানানো হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নির্বাচন কোনো কারণে নাও হতে পারে, কিন্তু জুলাই সনদ আগে হতে হবে : তাহের

নওগাঁর পোরশায় অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

যুদ্ধবিরতির মধ্যে গাজায় ইসরায়েলি হামলায় নিহত ১৮, মরদেহ হস্তান্তর স্থগিত হামাসের

বৃহস্পতিবার ইসির সঙ্গে সচিবদের সভা

আজ স্কুলে ভর্তিতে সিদ্ধান্ত হতে পারে, লটারি নাকি পরীক্ষা

কালামের পরিবারকে ২ কোটি টাকা ক্ষতিপূরণ কেন দেওয়া হবে না, হাইকোর্টের রুল