ভিডিও সোমবার, ২৭ অক্টোবর ২০২৫, ১০ কার্তিক ১৪৩২

পঞ্চগড়ের করতোয়া নদীর আউলিয়ার ঘাটে থমকে গেছে ওয়াই সেতুর নির্মাণ কাজ

পঞ্চগড়ের করতোয়া নদীর আউলিয়ার ঘাটে থমকে গেছে ওয়াই সেতুর নির্মাণ কাজ

পঞ্চগড় প্রতিনিধি : ২০২২ সালের ২৫ সেপ্টেম্বর পঞ্চগড়বাসীর জন্য একটি স্মরণীয় দিন। ওইদিন জেলার বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের বদেশ্বরীর মহালয়ায় যোগ দিতে এসে করতোয়া নদীর আউলিয়া ঘাটে নৌকাডুবিতে সনাতন ধর্মেরসহ মৃত্যু হয় ৭১ জনের। যা জেলার ইতিহাসে সবচেয়ে বড় দুর্ঘটনা। ঘটনার পর স্থানীয়দের একটি দাবি জোড়ালো হয় ওইস্থানে একটি সেতু নির্মাণের।

এলাকার মানুষের কাঙ্খিত দাবির মুখে করতোয়ার উপর আউলিয়ার ঘাটে সেতু নির্মাণের বিষয়টি নিশ্চিত হলেও নির্মাণ কাজ শুরুর পর থেকে নানা প্রতিকূলতায় কাজের অগ্রগতি থেমে গেছে। ২০২৪ সালের জানুয়ারি মাসে এই সেতুর নির্মাণ কাজ শুরু হলেও দেশের চলমান পরিস্থিতিসহ সেতু এলাকায় ভূমি অধিগ্রহণ জটিলতায় প্রায় এক হাজার মিটার দীর্ঘ এই সেতুর নির্মাণ কাজ বর্তমানে স্থবির হয়ে পড়েছে।

স্থানীয়রা জানায়, পঞ্চগড়ের বোদা উপজেলার মাড়েয়া, শালডাঙ্গা, বড়শশিসহ কয়েকটি ইউনিয়নের কয়েক লাখ মানুষের চলাচলের অন্তরায় এই করতোয়া নদী। সেতুর অভাবে দুর্ভোগে কয়েক লক্ষাধিক মানুষ। এসকল ইউনিয়নের মানুষকে নদী পারাপার হয়ে হাট-বাজার, স্কুল-কলেজসহ চিকিৎসা ও প্রশাসনিক কাজে আসতে হয় উপজেলা ও জেলা সদরে।

এছাড়াও বড় হাট-বাজার, ঐতিহাসিক বদেশ্বরী মন্দির, আউলিয়ার ঘাট, গোলকধাম মন্দিরসহ বেশকিছু প্রাগৈতিহাসিক নির্দশন এলাকায় অবস্থিত হওয়ায় দেশের নানা স্থান থেকে পর্যটকসহ দর্শনাথীরা আসে এই অঞ্চলটিতে। রাস্তাঘাট ভালো থাকলেও সেতু না থাকায় বিড়ম্বনায় পড়তে হয় সর্বসাধারণকে।

প্রতি বছর এখানে হিন্দু ধর্মাবলম্বীদের তীর্থস্থান বদেশ্বরী মন্দিরে মহালয়া উপলক্ষে হিন্দুধর্মীয় সমাবেশসহ পূজা-আর্চনায় যোগ দিতে আসে লক্ষাধিক সনাতন ধর্মের মানুষ। করতোয়ার ত্রি-মিলনে মুসলমান ধর্মের মানুষরাও সমবেত হয় পীর আউলিয়ার দরবারে। কিন্ত নদীতে সেতুর অভাবে সকল আয়োজন ম্লান হয়ে যায়।
মাড়েয়া মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মাহমুদুর রহমান বলেন, বিগত ৩ বছর ধরে সেতু নির্মাণের কাজ শুরু হলেও বর্তমান তা মন্থর গতিতে চলছে।

আরও পড়ুন

জনগণের স্বার্থে এই সেতুর নির্মাণ কাজে অধিকতর গুরুত্ব দেয়া উচিত। স্থানীয় ব্যবসায়ী বরকত আলী বলেন, মাড়েয়াসহ আশপাশের কয়েকটি ইউনিয়নে উৎপাদিত হয় বাদামসহ নানা সবজি। যা দেশের কৃষি অর্থনীতিতে বড় ভূমিকা রাখছে। সেতুর অভাবে এই এলাকার কৃষকরা তাদের উৎপাদিত পণ্য বাজারজাত করতে পারছে না। অবিলম্বে সেতুর নির্মান কাজ শেষ করা দরকার।

পঞ্চগড় এলজিইডির নির্বাহী প্রকৌশলী মাহমুদ জামান বলেন, পল্লী সড়কে গুরুত্বপূর্ণ সেতু নির্মাণ প্রকল্পের আওতায় বোদা ভাউলাগজ্ঞ জিসি সড়কে ১১০ দশ কোটি টাকা ব্যয়ে প্রায় এক হাজার মিটার দীর্ঘ এই সেতুর বাস্তবায়নে কাজ করছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। ভূমি জটিলতায় সেতুর নির্মাণ কাজ বিলম্বিত হলেও ইতোমধ্যে ৫০ শতাংশ কাজ হয়েছে বলে তিনি দাবি করেন। আগামী এক বছরের মাথায় কাজ শেষ হবে বলেও জানান তিনি।

পঞ্চগড়ের জেলা প্রশাসক মো. সাবেত আলী বলেন, হিন্দু ধর্মের তীর্থ স্থান বদেশ্বরী মন্দির, গোলধাম মন্দিরসহ এলাকার আর্থ সামাজিক প্রেক্ষাপট বিবেচনায় এখানে নির্মিত হচ্ছে প্রায় এক হাজার মিটার দীর্ঘ আধুনিক ওয়াই সেতু। ভূমি অধিগ্রহনের কিছু সমস্যা থাকায় কিছুটা ব্যাঘাত সৃষ্টি হচ্ছে। ইতোমধ্যে সকল সংকট কেটে গেছে। দ্রুতই একই সেতুর কাজ শেষ হবে এবং এর সুফল ভোগ করবে সাধারণ মানুষ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভোলায় ফের র‍্যাবের হাতে ধরা কথিত জ্বীনের বাদশা

উত্তরা ইপিজেডে চারটি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা

বগুড়ার সারিয়াকান্দির উচ্চ ফলনশীল কাঁচা মরিচ বাজারে: কমছে দাম

গাইবান্ধার সাঘাটায় বালু বোঝাই ট্রাক্টরে নষ্ট হচ্ছে গ্রামীণ রাস্তা ও পরিবেশ

রংপুরের মিঠাপুকুরে একটি শিক্ষা প্রতিষ্ঠানে মোবাইল ফোন ব্যবহারে নিষেধাজ্ঞা

বগুড়ার আদমদীঘিতে মাঠে মাঠে সোনালী রঙ ধরেছে আগাম জাতের ধানে