বগুড়ার শিবগঞ্জে ঝুঁকিপূর্ণ ঘরে বসবাস করছেন বিধবা শেফালী
মোকামতলা (বগুড়া) প্রতিনিধি: শিবগঞ্জে আশ্রায়ন প্রকল্পের একটি ঘরের দেয়ালে ফাটল দেখা দিয়েছে। ঘরটি যে কোন সময় ধসে পড়ার আশংকা করা হচ্ছে। জীবনের ঝুঁকি নিয়ে ওই ঘরে বসবাস করছেন বাক প্রতিবন্ধী দুই সন্তান নিয়ে বিধবা শেফালী রানী দাস (৬৬)।
উপজেলার ধোন্দাকোলা গ্রামে আশ্রায়ন প্রকল্পের ৪২ টি ঘর নির্মাণ করা হয়েছে। শেফালী রানীর ঘরের দেয়ালে ও মেঝেতে ছোট বড় আকারে অসংখ্য ফাটল দেখা দিয়েছে। শেফালী রানী ৩ মেয়ে ২ ছেলে সন্তানের জননী। ৮ বছর আগে তার স্বামী মারা যান। মানুষের সাহায্য সহযোগিতা নিয়ে ৩ মেয়ে কে বিয়ে দিয়েছেন। ছোট ২ ছেলে বাক প্রতিবন্ধী কোন কাজ কর্ম করতে পারে না।
গ্রামে গ্রামে ভিক্ষা করে ২ সন্তান নিয়ে তার জীবন চলে। ইউনিয়ন পরিষদের মেম্বার ও চেয়ারম্যানের কাছে ঘোরাঘুরি করেও তার নামে ভাতা কার্ড হয়নি । স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হাকিম জানান বিষয়টি তার জানা নেই।
আরও পড়ুনতিনি উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে আলাপ করে ওই বিধবার ঘর মেরামত ও ভাতা কার্ডের ব্যবস্থা করবেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান জানান স্থানীয় ইউপি চেয়ারম্যানের সাথে আলাপ ব্যবস্থা নিবেন।
মন্তব্য করুন










