মাদারীপুরে নিয়ন্ত্রণ হারানো বাস চাপায় নারী নিহত
মাদারীপুরে যাত্রীবাহী একটি লোকাল বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে এক পথচারী নারী নিহত হয়েছেন।
আজ রোববার (২৬ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের উকিলবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মাদারীপুর ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর শেখ আহাদুজ্জামান ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত ফাতেমা বেগম (৫৫) মোস্তফাপুর ইউনিয়নের চতুরপাড়া মোল্লাকান্দি এলাকার জব্বার মোল্লার স্ত্রী।
আরও পড়ুনপুলিশ ও স্থানীয়রা জানায়, মাদারীপুর পুরাতন বাসস্ট্যান্ড থেকে টেকেরহাট যাচ্ছিল যাত্রী পরিবহনের একটি লোকাল বাস। পথে সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের উকিলবাড়ি এলাকায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পথচারী নারী ফাতেমা বেগমকে চাপা দেয় এবং বাসটি সড়কের পাশের খাদে পড়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা। আহত ফাতেমা বেগমকে উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল হোসেন বলেন, দুর্ঘটনাস্থলে কোনো যাত্রীর মরদেহ আমরা পাইনি। হাসপাতালে দুর্ঘটনার শিকার এক নারীকে আনা হলে চিকিৎসক তাঁকে মৃত্যু ঘোষণা করেন। আহত যাত্রীরা সরকারি হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা নিয়েছেন।
মন্তব্য করুন










