লালমনিরহাটে অবৈধভাবে সার মজুদকৃত ৩ হাজার ৬৩ বস্তা সার জব্দ, জরিমানা
লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটের পাটগ্রামে অবৈধভাবে রাসায়নিক সার মজুদ ও বিক্রির সময় অভিযান চালিয়ে ৩ হাজার ৬৩ বস্তা সার জব্দ ও দুই সার বিক্রেতাকে ২০ হাজার করে ৪০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল শনিবার সন্ধ্যা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত উপজেলার বিভিন্ন সার বিক্রেতার দোকানে উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তাদের নিয়ে উপজেলা প্রশাসন এই অভিযান চালায়।
প্রশাসন সূত্রে জানা গেছে, উপজেলার বিভিন্ন সার বিক্রেতা গুদাম ও দোকানে সরকারি নির্দেশ অমান্য করে সার মজুদ করে বেশি দামে খুচরা বিক্রি করছেন এমন সংবাদ পেয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উত্তম কুমার দাশ।
সরকারি নির্দেশ অমান্য করে সার মজুদ ও বেশি দামে খুচরা বিক্রি করার অপরাধে দহগ্রাম ফায়ার সার্ভিস সড়ক এলাকার মেসার্স ব্রাদার্স ট্রেডার্সের স্বত্ত্ব¡াধিকারী হায়দার আলী রাসেলের দোকান ও গুদাম থেকে ৫শ’ বস্তা ইউরিয়া, ৩শ’ বস্তা টিএসপি, ২শ’ বস্তা ডিএপি এবং ৩শ’ বস্তা এমওপিসহ মোট ১৩শ’ বস্তা সার জব্দ করা হয়। এসময় রাসেলকে ২০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।
অন্যদিকে একই অপরাধে পাটগ্রাম বাজার থেকে বাইপাস সড়কগামী এলাকার খুচরা সার বিক্রেতা মেসার্স জান্নাত ট্রেডার্সের স্বত্ত্বাধিকারী মিলন শেখের দোকান ও গুদাম থেকে ১৮০ বস্তা ইউরিয়া, ৩শ’ বস্তা ডিএপি এবং ২২০ বস্তা এমওপিসহ মোট ৭শ’ বস্তা সার জব্দ করা হয়। এসময় মিলনকেও ২০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। সর্বশেষ পাটগ্রাম ইউনিয়নের হরিসভা এলাকায় মঞ্জুরের গোডাউনে অভিযান চালিয়ে ১ হাজার ৬৩ বস্তা সার জব্দ করা হয়।
আরও পড়ুনজব্দ করা এসব সারগুলো উপজেলা কৃষি কর্মকর্তার জিম্মায় দেওয়া হয়। পরে সরকার নির্ধারিত মূল্যে উপজেলার কৃষকদের মধ্যে বিক্রি করার আদেশ দেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক। এ ব্যাপারে আজ রোববার (২৬ অক্টোবর) দুপুরে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোস্তফা হাসান ইমাম বলেন, সরকার স্বীকৃত ডিলার না হয়েও বাইরে থেকে সার এনে বেশি দামে বিক্রি করায় বাজারে সারের সার্বিক পরিস্থিতি নষ্ট হচ্ছে। এ বিষয়টিকে নিয়ন্ত্রণে রাখার জন্য উপজেলা প্রশাসনের সহায়তায় প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি। আমাদের কাছে যতটুকু সরকারি সার বরাদ্দ আসবে,- ততটুকু ন্যায্যমূল্যে কৃষকের হাতে তুলে দিতে কাজ করছি।
এ ব্যাপারে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উত্তম কুমার দাশ বলেন, সরকারি নির্দেশ অমান্য করে সার মজুদ করে বেশি দামে বিক্রি করার অপরাধে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী দুই বিক্রেতাকে ২০ হাজার করে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় অবৈধভাবে মজুদ করা ৩ হাজার ৬৩ বস্তা সার জব্দ করা হয়েছে। এসব সার পাটগ্রাম উপজেলার কৃষকদের মধ্যে ন্যায্যমূল্যে বিক্রি করা হবে বলেও জানান ওই বিচারক।
মন্তব্য করুন










