শপথ নিলেন রাকসু’র নবনির্বাচিত প্রতিনিধিরা
রাজশাহী প্রতিনিধি : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেটের নবনির্বাচিত প্রতিনিধিরা শপথ নিয়েছেন। আজ রোববার (২৬ অক্টোবর) বিকেল সাড়ে ৪টায় বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে শপথ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. সালেহ হাসান নকীব নবনির্বাচিত কেন্দ্রীয় সংসদের সদস্যদের শপথ পাঠ করান। পরবর্তীতে স্ব স্ব হলের প্রভোস্টরা ১৭টি হলের নির্বাচিত প্রতিনিধিদের শপথ পাঠ করান। অনুষ্ঠানে প্রায় আধাঘণ্টা পর আসতে থাকেন নবনির্বাচিত ২৮৩ জন প্রতিনিধি।
আরও পড়ুনশপথ শেষে নবনির্বাচিত ভিপি জাহিদ বলেন, রাকসুর দ্বার সব প্রার্থীর জন্য খোলা থাকবে। অপরদিকে জিএস শিক্ষার্থীদের স্বার্থে রাকসু ফান্ডের বিস্তারিত হিসাব চাওয়ার দাবি জানান।
মন্তব্য করুন










