বলিভিয়ার নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন রদ্রিগো পাজ

আন্তর্জাতিক ডেস্ক: বলিভিয়ার নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন মধ্য-ডানপন্থী ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক পার্টির (পিডিসি) রদ্রিগো পাজ। তার জয়ের মধ্য দিয়ে মুভমেন্ট ফর সোশ্যালিজম (এমএএস) দলের প্রায় ২০ বছরের শাসনের অবসান ঘটলো। খবর আল জাজিরার।
৯৭ শতাংশ ভোট গণনার পর দেখা যায়, পাজ ৫৪ দশমিক ৫ শতাংশ ভোট পেয়ে জয়ী হয়েছেন। দেশটির সুপ্রিম ইলেক্টোরাল ট্রাইব্যুনাল (টিএসই) জানায়, পাজের নিকটতম প্রতিদ্বন্দ্বী ডানপন্থী সাবেক অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট জর্জ টুটো কুইরোগা পেয়েছেন ৪৫ দশমিক ৪ শতাংশ ভোট।৫৮ বছর বয়সী পাজ তার বাবা সাবেক বামপন্থী প্রেসিডেন্ট জেইম জামোরাকে অনুসরণ করে রাজনীতিতে আসেন।
মার্কিন যুক্তরাষ্ট্রে অর্থনীতি বিষয়ে পড়াশোনা করে পাজ বলিভিয়ায় ফিরে আসেন। পরে তিনি দক্ষিণাঞ্চলীয় শহর তারিজার সিটি কাউন্সিলর ও মেয়র এবং ২০২০ সালে এই অঞ্চলের সিনেটর নির্বাচিত হন।
আরও পড়ুনতিনি সকলের জন্য পুঁজিবাদী কৌশল প্রণয়ন, কর ছাড়, শুল্ক হ্রাস এবং জাতীয় সরকারের বিকেন্দ্রীকরণের প্রতিশ্রুতি দিয়েছেন। ফলাফল ঘোষণার পর পাজের ভাইস-প্রেসিডেন্ট পদপ্রার্থী এডম্যান্ড লারা ঐক্যের আহ্বান জানান।
মন্তব্য করুন