ভিডিও রবিবার, ১৯ অক্টোবর ২০২৫, ৩ কার্তিক ১৪৩২

গাজীপুরের সিআইডি পরিচয়ে তরুণী অপহরণের চেষ্টা, নারী গ্রেফতার

গাজীপুরের সিআইডি পরিচয়ে তরুণী অপহরণের চেষ্টা, নারী গ্রেফতার

গাজীপুরের কালীগঞ্জে সিআইডির সদস্য পরিচয়ে এক তরুণীকে অপহরণের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটিকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত এক নারীকে গ্রেফতার করেছে পুলিশ।

গতকাল শনিবার (১৮ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার জামালপুর ইউনিয়নের চান্দেরবাগ এলাকায় এ ঘটনা ঘটে।

পরে আজ রোববার (১৯ অক্টোবর) দুপুরে গ্রেফতার রাবেয়া বেগমকে (৪৫) জেলহাজতে পাঠানো হয়।

গ্রেফতার রাবেয়া বেগম কালীগঞ্জ উপজেলার মোক্তারপুর ইউনিয়নের বড়গাঁও গ্রামের ছাদেক ভূঁইয়ার স্ত্রী। পুলিশ জানিয়েছে, তিনি সরাসরি অপহরণ চেষ্টার সঙ্গে জড়িত ছিলেন বলে প্রাথমিক তদন্তে নিশ্চিত হওয়া গেছে।

আরও পড়ুন

ভুক্তভোগীর পরিবারের সদস্যরা জানান, শনিবার সকালে ছয়জন ব্যক্তি নিজেদের সিআইডি সদস্য পরিচয় দিয়ে তাদের বাড়িতে প্রবেশ করে। কিছু বুঝে ওঠার আগেই তারা ওই তরুণীকে জোরপূর্বক একটি সাদা মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। স্থানীয়দের সহযোগিতায় খবর পেয়ে কালীগঞ্জ থানা পুলিশ দ্রুত অভিযান চালিয়ে তরুণীকে উদ্ধার করে।

রোববার সকালে ওই তরুণীর মা মাকসুদা আক্তার বাদী হয়ে কালীগঞ্জ থানায় মামলা করেন। মামলায় দুই নারীসহ মোট ছয়জনকে আসামি করা হয়েছে।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন বলেন, ঘটনার পরপর আমরা দ্রুত অভিযান পরিচালনা করেছি। তরুণীকে উদ্ধার করা হয়েছে এবং একজন নারীকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদের ধরতে অভিযান অব্যাহত আছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাবনায় ৯ কোটি আত্মসাতের অভিযোগে জনতা ব্যাংকের ম্যানেজার জেলহাজতে

বিমানবন্দরে ক্ষয়ক্ষতির পরিমাণ ১০০ কোটি টাকার বেশি: বিজিএমইএ

মাজার জিয়ারতের কথা বলে সিলেটে নিয়ে স্ত্রীকে হত্যা

পদত্যাগ করলেন খালেদ মাসুদ পাইলট

ব্র্যাণ্ড প্রমোশনে এগিয়ে যাচ্ছেন জান্নাতুল মনি, আগ্রহ রয়েছে মডেলিং-এ

নোয়াখালীতে শিবিরের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ, আহত ২০