ভিডিও বুধবার, ০৩ ডিসেম্বর ২০২৫, ১৮ অগ্রহায়ণ ১৪৩২

প্রকাশ : ১৬ অক্টোবর, ২০২৫, ০৫:০৭ বিকাল

দিনাজপুর বীরগঞ্জের কবিরাজহাট কলেজের সব শিক্ষার্থী ফেল

দিনাজপুর বীরগঞ্জের কবিরাজহাট কলেজের সব শিক্ষার্থী ফেল, ছবি: দৈনিক করতোয়া ।

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: প্রকাশিত এইচএসসি পরীক্ষার ফলাফলে দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে ৪৩টি কলেজ থেকে কেউ পাস করেনি। উক্ত ৪৩টি কলেজের মধ্যে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ভোগনগর ইউনিয়নের কবিরাজ হাট কলেজের নাম রয়েছে।

শিক্ষা বোর্ডের প্রকাশিত ফলাফলে জানা গেছে, কবিরাজ হাট কলেজের অংশ নেওয়া ১০জন পরীক্ষার্থীর সবাই অকৃতকার্য হয়েছে। বিদ্যালয় সুত্রে জানা যায়, ২০১১সালে কলেজটি স্থাপিত হয়। ২০২৩সালে কলেজটি একাডেমিক স্বীকৃতি লাভ করে। বর্তমানে কলেজে ১১জন শিক্ষক এবং ৭জন কর্মচারী কর্মরত আছেন। গত বছর এক কলেজ থেকে ১৫জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেন। তাদের মধ্যে ৯জন শিক্ষার্থী পরীক্ষায় পাশ করেছে। তবে এ বছর পরীক্ষায় অংশ নেওয়া ১০জন শিক্ষার্থীর কেউ পাশ করেনি।

এ ব্যাপারে মুঠো ফোনে জানতে চাইলে কলেজের অধ্যক্ষ হিমাদ্রি রায় জানান, কলেজটির অবস্থান প্রত্যন্ত অঞ্চলে এবং এই এলাকার বেশির ভাগ মানুষ দারিদ্রসীমার নীচে বাস করে। ফলে সংসারে আর্থিক দৈন্যতা কাটিয়ে উঠতে বেশির ভাগে শিক্ষার্থীকে পরিবারের সাথে কাজে যেতে হয়। এ কারণে শিক্ষার্থীরা নিয়মিত ক্লাসে উপস্থিত থাকে না। পাশাপাশি এ বছর দেশের রাজনৈতিক ও কলেজের বিভিন্ন সংকটের কারণে কাঙ্খিত ফলাফলে অর্জনে আমাদের চেষ্টা ব্যর্থ রয়েছে। সদ্য একাডেকিম স্বীকৃতিপ্রাপ্ত কলেজটি এখনো এমপিও ভূক্ত হয়নি। ফলে কলেজের আর্থিক এবং কক্ষ ও আসবাবপত্র সংকট শিক্ষাদানে প্রভাব ফেলেছে। সংকট কাটিয়ে উঠতে আমরা নতুন করে উদ্যোগ গ্রহণ নিয়েছি। যাতে করে কলেজটি তার গৌরব ফিরে পায়।

আরও পড়ুন

 

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্কুলে ভর্তির নীতিমালা সংশোধন, বয়সসীমা শিথিল

নাতনিকে বিয়ে না করার পরামর্শ দিলেন জয়া বচ্চন

হাসপাতালে খালেদা জিয়াকে দেখে যা জানালেন কনকচাঁপা

সীমান্তে হত্যার প্রতিবাদে এনসিপির বিক্ষোভ মিছিল

পাকিস্তানের কাছে ১৩ রানে হারল বাংলাদেশ

টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ভারতের জার্সি উন্মোচন