ভিডিও বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ৩১ আশ্বিন ১৪৩২

টি-টোয়েন্টি বিশ্বকাপে নাম লেখাল আরও দুই দল

টি-টোয়েন্টি বিশ্বকাপে নাম লেখাল আরও দুই দল, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক : ২০২৬ সালের ফেব্রুয়ারিতে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর বসবে ভারত ও শ্রীলঙ্কায়। যেখানে প্রথমবারের মতো ২০টি দেশ অংশগ্রহণ করতে যাচ্ছে। ইতোমধ্যে জায়গা নিশ্চিত করেছে ১৯টি দেশ। বুধবার (১৫ অক্টোবর) বিশ্বকাপ বাছাইপর্বের বাধা পেরিয়েছে এশিয়ান দুই দেশ ওমান ও নেপাল। এশিয়া-প্যাসিফিক অঞ্চল থেকে তাদের সঙ্গে আরও একটি দেশ যুক্ত হবে।

আল আমিরাতে চলছে এশিয়া-প্যাসিফিক অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্ব। যেখানে সুপার সিক্স রাউন্ডের খেলা আরও বাকি। এরই মাঝে ওমান ও নেপাল বিশ্বকাপের মূলপর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে। যদিও গতকাল নেপালের কাছে ৩৮ রানে হেরেছে ওমান। আগে ব্যাট করতে নেমে নেপাল ৯ উইকেটে ১৫১ রান তোলে। জবাবে ৯ উইকেট হারিয়ে ওমানের দৌড় থামে ১১৩ রানে। ওই জয়ে সুপার সিক্স রাউন্ডে ৪ ম্যাচের সবকটিতে জিতে ৮ পয়েন্ট নিয়ে সবার শীর্ষে নেপাল। সমান ম্যাচে ওমান কেবল একটিতে হেরেছে। দুইয়ে থাকা দলটির পয়েন্ট ৬। গতকাল নেপালের কাছে ওমানের হারের আগে সামোয়ার বিপক্ষে ৭৭ রানের বড় ব্যবধানে জিতেছে সংযুক্ত আরব আমিরাত। প্যাসিফিক দেশটির বিপক্ষে আগে ব্যাট করা আমিরাত ২২৫ রানের বড় লক্ষ্য গড়ে। লক্ষ্য তাড়ায় ৮ উইকেটে ১৪৮ রান তুলতে সক্ষম হয় সামোয়া।

সামোয়াকে হারিয়ে বিশ্বকাপে খেলার আশা বাঁচিয়ে রেখেছে আমিরাত। বলতে গেলে তারাই আসরের ২০তম বা শেষ দল হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছে। পয়েন্ট টেবিলের তিনে থাকা আমিরাত ৪ ম্যাচে ২টি করে জয় ও হারের পর পেয়েছে ৪ পয়েন্ট। আমিরাতের সঙ্গে লড়াইটা জাপানের। যদিও তাদের সমান ২ পয়েন্ট পেয়েছে কাতার। তবে এক ম্যাচ কম খেলায় লড়াইয়ে টিকে আছে জাপান। তাদের বিপক্ষে আজ (বৃহস্পতিবার) ম্যাচ রয়েছে আমিরাতের। ম্যাচটিতে এশিয়ান দেশটি জিতলেই উঠে যাবে বিশ্বকাপে।

আরও পড়ুন

এখন পর্যন্ত আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকিট কেটেছে ১৯ দল। এর মধ্য স্বাগতিক হিসেবে সবার আগে ভারত ও শ্রীলঙ্কার অংশগ্রহণ নিশ্চিত হয়। তাদের বাদ দিয়ে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের শীর্ষ ৭ দলের হিসেবে জায়গা করে নেয় আফগানিস্তান, অস্ট্রেলিয়া, বাংলাদেশ, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজ। পরবর্তীতে আয়ারল্যান্ড, নিউজিল্যান্ড ও পাকিস্তান র‌্যাঙ্কিংয়ে এগিয়ে থাকার সুবাদে বিশ্বকাপের চূড়ান্ত পর্বে জায়গা পায়।

১২ দলের বাইরে বাকি ৮টি জায়গা পূর্ণ হবে বিশ্বকাপ বাছাই থেকে। ইতোমধ্যে ৭টি স্লট পূর্ণ, বাকি কেবল একটি দল। এশিয়া-প্যাসিফিক অঞ্চলের বাছাইয়ে আজই সেই দল চূড়ান্ত হয়ে যেতে পারে। এর আগে আমেরিকা অঞ্চল থেকে কানাডা, ইউরোপ থেকে ইতালি ও নেদারল্যান্ডস এবং আফ্রিকা থেকে নামিবিয়া ও জিম্বাবুয়ে বাছাইপর্ব টপকে বিশ্বকাপের চূড়ান্ত পর্বের টিকিট কাটে। গতকাল এশিয়া-প্যাসিফিক থেকে ওই দলে যুক্ত হয় ওমান ও নেপাল।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টি-টোয়েন্টি বিশ্বকাপে নাম লেখাল আরও দুই দল

আরও দুই মরদেহ হস্তান্তর করল হামাস

অকৃতকার্যদের বেশিরভাগই খারাপ করেছেন ইংরেজি ও গণিতে 

রাজশাহী বোর্ডের ৩৫টি কলেজের কেউ পাস করেননি

শিক্ষকদের ‘মার্চ টু যমুনা’ বিকেল ৫টা পর্যন্ত স্থগিত ঘোষণা

শেখ হাসিনার সর্বোচ্চ সাজা চাইলো রাষ্ট্রপক্ষ