মৃত্যু নিয়ে নানা গুঞ্জন সাঘাটায় যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি : গাইবান্ধার সাঘাটায় এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে সাঘাটা থানা পুলিশ। আজ মঙ্গলবার (১৪ অক্টোবর) সাঘাটা শিশু নিকেতনসংলগ্ন একটি পরিত্যক্ত ঘর থেকে ওই মরদেহ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মরদেহ উপজেলার ঘুড়িদহ ইউনিয়নের ঝাড়াবর্ষা গ্রামের মৃত এনামুল হকের ছেলে মেহেদী হাসান (২৪) বলে জানা গেছে। মেহেদী হাসানের মরদেহ উদ্ধারের পর সে আত্মহত্যা করেছে নাকি হত্যার পর ঝুলিয়ে রাখা হয়েছে এই নিয়ে জনমনে নানা গুঞ্জন শুরু হয়েছে।
পারিবার ও এলাকা সূত্রে জানা গেছে, মেহেদেী হাসান পেশায় একজন রাজমিস্ত্রী। গতকাল সোমবার কাজ করে বিকেলে বন্ধুদের সাথে সাঘাটা বাজারে গিয়ে আর ফিরে আসেনি। রাতভর নানা দিকে খোঁজাখুঁজির পর পরদিন মঙ্গলবার সকালে বাড়ির পাশে শিশু নিকেতন স্কুলসংলগ্ন একটি পরিত্যক্ত খোলা ঘরে মেহেদী হাসানের মরদেহ ঝুলতে দেখতে পান স্থানীয়রা।
আরও পড়ুনপরে সংবাদ পেয়ে সাঘাটা থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে। পরিবারের দাবি মেহেদীকে কেউ হত্যা করে মরদেহ ঝুলিয়ে রেখেছে। সাঘাটা থানার অফিসার ইনচার্জ বাদশাহ আলম মরদেহ উদ্ধারের ব্যাপারে জানান, মরদেহের প্রাথমিক সুরতহাল রিপোর্ট সংগ্রহ এবং ইউডি মামলা করে মরদেহ ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হয়েছে।ভিসারা রিপোর্ট পেলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
মন্তব্য করুন