ভিডিও মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫, ২৯ আশ্বিন ১৪৩২

লড়াই করে হারল ওয়েস্ট ইন্ডিজ

লড়াই করে হারল ওয়েস্ট ইন্ডিজ, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক : দিল্লিতে পাঁচ দিনের টেস্ট গড়াল শেষ দিনে, তবে ভাগ্যের চাকা ঘুরল না ওয়েস্ট ইন্ডিজের। লড়াই করেও ৭ উইকেটে হেরে ইনিংস পরাজয় এড়ালেও সিরিজ বাঁচাতে পারেনি তারা। দুই ম্যাচের টেস্ট সিরিজ ২-০ ব্যবধানে জিতে রেকর্ড গড়ল ভারত। শুভমান গিল টেস্ট অধিনায়ক হিসেবে প্রথমবারের মতো সিরিজ জয়ের স্বাদ পেলেন। এই জয়ের মধ্য দিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টানা ১০ টেস্ট সিরিজ জয় করল ভারত। একই সঙ্গে ভারতের মাটিতে স্বাগতিকদের বিপক্ষে টানা ৬ টেস্ট সিরিজে হারের লজ্জায় ডুবল ক্যারিবীয়রা, ধারার সূচনা হয়েছিল ড্যারেন স্যামির অধিনায়কত্বে, এখন তিনি দলের কোচ।

মঙ্গলবার (১৪ অক্টোবর) টেস্টের পঞ্চম দিনে ভারতের জয়ের জন্য প্রয়োজন ছিল মাত্র ৫৮ রান, হাতে ৯ উইকেট। রাহুল ও সাই সুদর্শনের জুটিতেই জয় নিশ্চিত ছিল। যদিও সুদর্শন ৩৯ রানে রোস্টন চেজের দুর্দান্ত ক্যাচে আউট হন, আর গিল ফেরেন ১৩ রানে। শেষ পর্যন্ত ৫৮ রানে অপরাজিত থেকে জয় নিশ্চিত করেন লোকেশ রাহুল।

প্রথম ইনিংসে ভারত ৫ উইকেটে ৫১৮ রানে ইনিংস ঘোষণা করে। ব্যাট হাতে যশস্বী জয়সওয়াল ১৭৫, অধিনায়ক শুভমান গিল অপরাজিত ১২৯ ও সুদর্শন ৮৭ রান করেন। জবাবে ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংস গুটিয়ে যায় ২৪৮ রানে। বল হাতে কুলদীপ যাদব নেন ৫ উইকেট। ফলো-অন করা ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় ইনিংসে দেখায় ভিন্ন চিত্র। দিল্লির ব্যাটিংবান্ধব উইকেটে জন ক্যাম্পবেল (১১৫) ও শাই হোপ (১০৩)-এর শতরানে প্রতিরোধ গড়ে তারা। ৫১ বছর পর ভারতের মাটিতে একই ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের দুই ব্যাটারের শতরান দেখা গেল। তবে কুলদীপের স্পিনে আবারও ভেঙে পড়ে লোয়ার অর্ডার। শেষদিকে জাস্টিন গ্রিভস (৫০) ও জেইডেন সিলস (৩২)-এর জুটিতে ৭৯ রান যোগ করলেও তাতে ত্রাণ মেলেনি। শেষ পর্যন্ত দ্বিতীয় ইনিংসে ৩৭০ রানে গুটিয়ে যায় ক্যারিবীয়রা। 

আরও পড়ুন

১২১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ভারত হারায় তিন উইকেট। যশস্বী ৮ রানে ফেরেন, কিন্তু রাহুলের শান্ত ইনিংসে জয় নিশ্চিত হয় শেষ দিনে।

সংক্ষিপ্ত স্কোরকার্ড

ভারত : ৫১৮/৫ (ডিক্লেয়ার) ও ১২৩/৩
ওয়েস্ট ইন্ডিজ : ২৪৮ ও ৩৭০
ফলাফল: ভারত ৭ উইকেটে জয়ী
সিরিজ ফলাফল : ভারত ২-০

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের গভীর সমুদ্রে মৎস্য আহরণে সহায়তার আশ্বাস এফএও মহাপরিচালকের

বাড়ি ফেরার পথে কাভার্ডভ্যানের চাপায় ২ ছাত্রদল নেতা নিহত

ইলিয়াস কাঞ্চনকে নিয়ে আবেগঘন বার্তা শাবনূরের

আন্দোলনরত শিক্ষকদের পাশে পানি নিয়ে ছাত্রদল নেতা

সিরিয়াল কিলারদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে: সারজিস

না ফেরার দেশে পাকিস্তানের সাবেক তারকা ক্রিকেটার