ভিডিও রবিবার, ০৯ নভেম্বর ২০২৫, ২৪ কার্তিক ১৪৩২

প্রকাশ : ১৩ অক্টোবর, ২০২৫, ০৯:৪৭ রাত

সমবেত গীতাপাঠে মুখরিত নরসিংদী: গীতা অনুরাগী জ্ঞান নিকেতনের পাঁচ বছর পূর্তি

নিজস্ব প্রতিবেদকঃ নরসিংদীতে ‘গীতা অনুরাগী জ্ঞান নিকেতন – গীতা জ্ঞান’ এর পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুভ ‘শ্রীশ্রী বিশ্বশান্তি গীতাহোম যজ্ঞ’ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১০ সেপ্টেম্বর) সকালে শহরের পশ্চিম কান্দাপাড়া এলাকার সেবা সংঘ (দূর্গা বাড়ি) মন্দির প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানটি গীতাপাঠ, হোমযজ্ঞ ও প্রার্থনার মধ্য দিয়ে শুরু হয়। বিশ্বশান্তি ও সর্বজনের মঙ্গল কামনায় জেলার বিভিন্ন এলাকা থেকে বিপুল সংখ্যক ভক্ত, শুভানুধ্যায়ী ও অতিথিরা এতে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল প্রায় দুইশত শিক্ষার্থীর সমবেত কণ্ঠে সংস্কৃত গীতা পাঠ, যা উপস্থিত সবার মধ্যে গভীর ভক্তি ও অনুপ্রেরণার সঞ্চার ঘটায়। অনুষ্ঠানটি পরিচালনায় ছিলেন গীতা অনুরাগী জ্ঞান নিকেতনের পরিচালক, সেবক ও শিক্ষার্থীবৃন্দ।

আরও পড়ুন

সংগঠনের পরিচালক শ্রী বিশ্বজিৎ কুমার সাহা বলেন, “গীতার আলো মানুষকে সত্য, ন্যায় ও শান্তির পথে পরিচালিত করে। গীতার আদর্শ ও শিক্ষাকে জীবনে ধারণ করলেই জীবনের পথ হবে আলোকিত।” সংগঠনের সদস্য সুশান্ত সাহা বলেন, “আজ আমাদের সংগঠনটি প্রতিষ্ঠার পাঁচ বছর পূর্ণ হলো। প্রতি বছরই আমরা এই দিনে গীতাযজ্ঞের আয়োজন করে থাকি। আমাদের উদ্দেশ্য হলো, ছোট থেকে বড় সকল বয়সের মানুষকে গীতার জ্ঞানে আলোকিত করা। গীতা কেবল পাঠের বিষয় নয়, এটি জীবনে ধারণ করার বিষয়।”

উল্লেখ্য, গীতা অনুরাগী জ্ঞান নিকেতন নিয়মিত গীতা পাঠ, আলোকচর্চা ও ধর্মীয় শিক্ষা বিস্তারে কাজ করে যাচ্ছে। বর্তমানে নরসিংদী জেলায় সংগঠনটির চারটি শাখা রয়েছে এবং প্রায় পাঁচ শতাধিক সনাতনী শিক্ষার্থী এতে যুক্ত আছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়া জেলা প্রশাসকসহ দেশের বিভিন্ন জেলার ১৫ ডিসি রদবদল

সেই দুই শিশুর দায়িত্ব নিলেন তারেক রহমান

বগুড়ার সারিয়াকান্দির চরাঞ্চলের ছনপাতা বিক্রি হচ্ছে দেশের বিভিন্ন এলাকায়

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে চোরাচালানকৃত ৬টি গবাদিপশু ও ৫০ কেজি বিড়ির মসলা জব্দ

লালমনিরহাটে সড়ক দুর্ঘটনায় সার ব্যবসায়ী নিহত

বগুড়ার শাহজাহানপুরে বার্মিজ চাকুসহ যুবক গ্রেফতার