ভিডিও সোমবার, ১৩ অক্টোবর ২০২৫

সমবেত গীতাপাঠে মুখরিত নরসিংদী: গীতা অনুরাগী জ্ঞান নিকেতনের পাঁচ বছর পূর্তি

নিজস্ব প্রতিবেদকঃ নরসিংদীতে ‘গীতা অনুরাগী জ্ঞান নিকেতন – গীতা জ্ঞান’ এর পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুভ ‘শ্রীশ্রী বিশ্বশান্তি গীতাহোম যজ্ঞ’ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১০ সেপ্টেম্বর) সকালে শহরের পশ্চিম কান্দাপাড়া এলাকার সেবা সংঘ (দূর্গা বাড়ি) মন্দির প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানটি গীতাপাঠ, হোমযজ্ঞ ও প্রার্থনার মধ্য দিয়ে শুরু হয়। বিশ্বশান্তি ও সর্বজনের মঙ্গল কামনায় জেলার বিভিন্ন এলাকা থেকে বিপুল সংখ্যক ভক্ত, শুভানুধ্যায়ী ও অতিথিরা এতে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল প্রায় দুইশত শিক্ষার্থীর সমবেত কণ্ঠে সংস্কৃত গীতা পাঠ, যা উপস্থিত সবার মধ্যে গভীর ভক্তি ও অনুপ্রেরণার সঞ্চার ঘটায়। অনুষ্ঠানটি পরিচালনায় ছিলেন গীতা অনুরাগী জ্ঞান নিকেতনের পরিচালক, সেবক ও শিক্ষার্থীবৃন্দ।

আরও পড়ুন

সংগঠনের পরিচালক শ্রী বিশ্বজিৎ কুমার সাহা বলেন, “গীতার আলো মানুষকে সত্য, ন্যায় ও শান্তির পথে পরিচালিত করে। গীতার আদর্শ ও শিক্ষাকে জীবনে ধারণ করলেই জীবনের পথ হবে আলোকিত।” সংগঠনের সদস্য সুশান্ত সাহা বলেন, “আজ আমাদের সংগঠনটি প্রতিষ্ঠার পাঁচ বছর পূর্ণ হলো। প্রতি বছরই আমরা এই দিনে গীতাযজ্ঞের আয়োজন করে থাকি। আমাদের উদ্দেশ্য হলো, ছোট থেকে বড় সকল বয়সের মানুষকে গীতার জ্ঞানে আলোকিত করা। গীতা কেবল পাঠের বিষয় নয়, এটি জীবনে ধারণ করার বিষয়।”

উল্লেখ্য, গীতা অনুরাগী জ্ঞান নিকেতন নিয়মিত গীতা পাঠ, আলোকচর্চা ও ধর্মীয় শিক্ষা বিস্তারে কাজ করে যাচ্ছে। বর্তমানে নরসিংদী জেলায় সংগঠনটির চারটি শাখা রয়েছে এবং প্রায় পাঁচ শতাধিক সনাতনী শিক্ষার্থী এতে যুক্ত আছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সমবেত গীতাপাঠে মুখরিত নরসিংদী: গীতা অনুরাগী জ্ঞান নিকেতনের পাঁচ বছর পূর্তি

মাধবপুরে যাত্রীবাহী বাস উল্টে ৩০ যাত্রী আহত

বগুড়ার গন্ডগ্রামে এক ব্যক্তি ছুরিকাহত

চ্যানেলে চ্যানেলেই গানে গানে ব্যস্ততা তিন্নির

দিনাজপুরের বীরগঞ্জে হত্যা মামলায় অভিযুক্ত ৬ আওয়ামী লীগ নেতা কারাগারে

যেমন আছেন চিত্রনায়িকা কাবেরী