ভিডিও সোমবার, ১৩ অক্টোবর ২০২৫

চুয়াডাঙ্গায় মদপানে আরও একজনের মৃত্যু

চুয়াডাঙ্গায় মদপানে আরও একজনের মৃত্যু

চুয়াডাঙ্গায় বিষাক্ত মদপানে অসুস্থ হয়ে হায়েস আলী (৪০) নামে আরও একজন দিনমজুরের মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল সাতজনে। এছাড়া আরও চারজন দিনমজুর চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আজ সোমবার (১৩ অক্টোবর) দুপুরে হায়েস আলীর মরদেহ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।

মৃত হায়েস আলী চুয়াডাঙ্গা সদর উপজেলার মোমিনপুর ইউনিয়নের কাথুলী গ্রামের গোলাম রসুলের ছেলে।

চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের পরিদর্শক (ওসি) খালেদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সন্দেহভাজন হিসেবে ধারণা করা হচ্ছে তিনি এই বিষাক্ত মদপানে অসুস্থ হয়ে মারা গেছেন। স্থানীয়রা জানিয়েছেন, তিনি নেশায় আসক্ত ছিলেন। ময়নাতদন্তের জন্য মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।

এর আগে গত বৃহস্পতিবার রাতে ডিঙ্গেদহ বাজার এলাকায় কয়েকজন মিলে মদ পান করেন। এরপর একে একে অসুস্থ হয়ে পড়েন সবাই। শনিবার (১১ অক্টোবর) প্রথমে দুইজন এবং পরদিন রোববার আরও চারজন মারা যান। এদের মধ্যে চারজনের মরদেহ গোপনে দাফন সম্পন্ন করেছেন তাদের পরিবারের সদস্যরা।

মৃত ব্যক্তিরা হলেন— সদর উপজেলার নফরকান্তি গ্রামের খেদের আলী (৪০), খেজুরা গ্রামের সেলিম (৪০), পিরোজখালী গ্রামের লালটু ওরফে রিপু (৩০), শংকরচন্দ্র গ্রামের শহীদ (৪৫), ডিঙ্গেদহ গ্রামের সামির (৫৫) ও সরদার লালটু (৫২)।

এদিকে এ ঘটনায় আজ সোমবার (১৩ অক্টোবর) সকালে বিভিন্ন এলাকা পরিদর্শন করেছে জেলা স্বাস্থ্য বিভাগের একটি প্রতিনিধি দল। নেতৃত্ব দেন চুয়াডাঙ্গা সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আওলিয়ার রহমান। এ সময় মদপানে একজনকে অসুস্থ অবস্থায় উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন

চুয়াডাঙ্গার সিভিল সার্জন ডা. হাদী জিয়া উদ্দিন আহমেদ বলেন, স্বাস্থ্য বিভাগের একটি দল বিভিন্ন এলাকা পরিদর্শন করে সচেতন করছে। আমরা একজনকে অসুস্থ অবস্থায় খুঁজে পেয়েছি। তাকে হাসপাতালে নিয়ে এসে  ভর্তি রেখেছি।

তিনি আরও বলেন, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের টক্সিকোলজি বিভাগে কথা বলেছি। তারা আগ্রহ প্রকাশ করেছেন অসুস্থদের বিনা খরচে চিকিৎসা দেওয়া হবে। এমনকি অ্যাম্বুলেন্স ভাড়াও পরিশোধ করার আগ্রহ দেখিয়েছেন। 

সিভিল সার্জন বলেন, এখনো যারা গোপনে চিকিৎসা নিচ্ছেন, তারা দ্রুত চুয়াডাঙ্গা সদর হাসপাতালে যোগাযোগ না করলে ঝুঁকিতে পড়তে পারেন। স্বাস্থ্য বিভাগ তাদের বিনামূল্যে সব ধরনের চিকিৎসা ও সহযোগিতা দেবে। 

অপরদিকে এ ঘটনায় এলাকায় শোক ও ক্ষোভ ছড়িয়ে পড়েছে। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে ডিঙ্গেদহ বাজারে অবৈধভাবে মদ বিক্রি হচ্ছে। কিন্তু প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না।

স্থানীয় এক বাসিন্দা ক্ষোভ প্রকাশ করে বলেন, বছরের পর বছর মদ বিক্রি হচ্ছে— কেউ কিছু বলে না। এখন ছয়জনের প্রাণ গেল, তবু কি প্রশাসন নড়বে?

পুলিশ জানিয়েছে, মরদেহগুলো উদ্ধার করে মর্গে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মৃত্যুর কারণ ও অ্যালকোহলের উৎস অনুসন্ধানে তদন্ত অব্যাহত রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুদক’র মামলায় কালাই পৌরসভার সাবেক মেয়র বেলালের জরিমানা

অতিরিক্ত সিম ৩০ অক্টোবরের মধ্যে বাতিল করতে হবে: বিটিআরসি

টিভি সাংবাদিক পরিচয়ে রিপন মিয়াকে হুমকি ও পরিবারকে হেনস্তা

দিনাজপুরের বীরগঞ্জে ট্রাকের ধাক্কায় নিহত ১, মা-ছেলেসহ আহত ২

চুয়াডাঙ্গায় মদপানে আরও একজনের মৃত্যু

সুপ্রিম কোর্টের রায় অবমাননা করে একই জমি দুই পক্ষের নামে নামজারি