বাগেরহাটে দুই মাদক কারবারি আটক
_original_1760195392.jpg)
বাগেরহাটে দুই মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ।
আজ শনিবার (১১ অক্টোবর) ভোরে ফকিরহাট উপজেলার বারাশিয়া গ্রামের মাদককারবারী মনির শেখের অভিযান চালিয়ে এসময়ে উদ্ধার করা হয় এক হাজার পিস ইয়াবা, এক কেজি গাজা ও এক লাখ ৬৩ হাজার টাকা।
আটককৃত দুই মাদককারবারী হলো, বাগেরহাটের ফকিরহাট উপজেলার বারাশিয়া গ্রামের আব্দুল হামিদ শেখের ছেলে মনির শেখ (৪৬) ও একই উপজেলার আট্টাকী গ্রামের রাজ্জাক হোসেনের ছেলে রাসেল হোসেন (৩৫)।
আরও পড়ুনবাগেরহাটের পুলিশ সুপার মো. আসাদুজ্জামান এতথ্য নিশ্চিত করে জানান, মাদককারবারী মনির শেখের কাছ থেকে এক হাজার ইয়াবা, নগদ এক লাখ ৬৩ হাজার টাকা ও রাসেল হোসেনের কাছ থেকে এক কেজি গাজা ও মাদক বিক্রির কাজে ব্যবহৃত একটি মুঠোফোন জব্দ করা হয়। আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে।
মন্তব্য করুন