সশস্ত্র বাহিনীর দ্বারা গুম-খুন না হলে শেখ হাসিনা ফ্যাসিস্ট হতো না: আখতার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জোটের বিষয়ে কোনো দলের সঙ্গে এখনো বৈঠক করেনি জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বাংলাদেশের প্রয়োজনে যদি কখনো জোটের প্রয়োজন মনে হয় তবে সময়ই বলে দেবে। এসব কথা জানিয়েছেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন।
শনিবার (১১ অক্টোবর) দুপুরে রংপুরের দলীয় নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে গণমাধ্যমের সঙ্গে এ মন্তব্য করেন তিনি।
আরও পড়ুনএসময় ঐক্যমত কমিশনে জুলাই সনদের আইনগত ভিত্তির দাবিতে রাজনৈতিক দলগুলো অংশগ্রহণকে স্বাগত জানিয়ে জুলাই সনদের স্বাক্ষর অনুষ্ঠানে যোগ দেবেন বলেও জানান আখতার হোসেন।
এছাড়াও শেখ হাসিনার আমলে গুম-খুন ও আয়নাঘরের সঙ্গে জড়িত সেনা কর্মকর্তাদের সমালোচনা করে আখতার বলেন, সশস্ত্র বাহিনীর সদস্য দ্বারা গুম-খুন না হলে শেখ হাসিনা ফ্যাসিস্ট হতো না।
র্যাব, পুলিশ, বিজিবি, সেনাবাহিনীর যেসব সদস্য জুলাই আন্দোলনে জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল তাদের দ্রুত গ্রেফতার ও বিচারও দাবি করেন এনসিপির এ শীর্ষ নেতা।
বক্তব্যে আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনের আগেই বিচার ও প্রয়োজনে সংস্কারের তাগিদ দেন আখতার হোসেন।
বিকেলে নগরীর নব্দীগঞ্জে রংপুর জেলা ও মহানগর নেতাকর্মীদের গণসংবর্ধনা ও পথসভায় যোগ দিবেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন।
মন্তব্য করুন