ভিডিও শনিবার, ১১ অক্টোবর ২০২৫

শাপলা প্রতীক না দিলে নিবন্ধন নেবে না এনসিপি: নাসীরুদ্দীন পাটওয়ারী

আজ বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের সঙ্গে দুই ঘণ্টার বৈঠক শেষে

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রধান সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী আজ বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের সঙ্গে দুই ঘণ্টার বৈঠক শেষে নির্বাচনী প্রতীক নিয়ে কঠোর বার্তা দিয়ে বলেছেন শাপলা প্রতীক না দিলে এনসিপি নিবন্ধন নেবে না।

বৈঠকের পরে সাংবাদিকদের সামনে পাটওয়ারী বলেন, “শাপলা প্রতীক ছাড়া এনসিপি নিবন্ধন নেবে না। শাপলা প্রতীক পেতে আইনগত কিংবা রাজনৈতিক কোনো বাধা আমি দেখছি না। যদি তারপরও শাপলা না দেওয়া হয়, তাহলে লড়াই চালিয়ে যাব। শাপলা ছাড়া নিবন্ধন মানব না।”

নির্বাচন কমিশন শাপলা প্রতীক প্রদানে কোন আইনি বা রাজনৈতিক ব্যাখ্যা দিতে পারেনি দাবি করে তিনি বলেন, “নির্বাচন কমিশনের সামনে পথ দুইটি- হয় শাপলা দিতে হবে, নয়তো ধান ও সোনালী আঁশ প্রতীক বাদ দিতে হবে। আমরা শাপলা ছাড়া নিবন্ধন কখনও গ্রহণ করব না। যদি এই বিষয় নিয়ে নির্বাচন বাধাগ্রস্ত হয়, তার দায় কিছু অংশ কমিশনের কাঁধেই বসবে।”

পাটওয়ারী আরও অভিযোগ করেন যে নির্বাচন কমিশনের অনেক নীতিগত সিদ্ধান্ত সরাসরি প্রকাশ না হলে ওগুলো বিভিন্ন পত্রিকার প্রথম পৃষ্ঠার মাধ্যমে দেখা যায়। তিনি বলেন, “একটি স্বাধীন সাংবিধানিক প্রতিষ্ঠানের নথি কিভাবে কোনো পত্রিকার হাতে পৌঁছাবে- এ বিষয়ে আমরা তাদের কাছে জবাবদিহি চেয়েছি।”

আরও পড়ুন

বৈঠকে প্রতীক সংক্রান্ত বিষয়টি নিয়ে সিইসি দুই ঘণ্টা নিশ্চুপ থাকার কথাও উল্লেখ করে পাটওয়ারী বলেন, “দুই ঘণ্টা আমরা তাদের প্রশ্ন করেছি- প্রতীক না দিলে আপনার ব্যাখ্যা কী? ওই সময় তারা কোনো ব্যাখ্যা দিতে পারেননি। তাদের ধৈর্যের প্রশংসা করছি, কিন্তু আমরা তাদেরকে শেষবার ফের জানান করছি— শাপলা না দিলে আপনাদের ব্যাখ্যা দিতে হবে।”

এনসিপি নেতা বলেন, শাপলা প্রতীক পাওয়ার জন্য গণতান্ত্রিক লড়াই অব্যাহত রাখবেন তারা। “অধিকারের প্রশ্নে আপস হবে না,” যোগ করে তিনি বলেন, “শাপলা ছাড়া নিবন্ধনে যাব না- নিবন্ধন ছাড়া দল কীভাবে নির্বাচনে অংশগ্রহণ করবে?”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘ভিডিও বানানোর নামে হাত ধরছে, এটা কি ব্যবসা?’ | Agargaon Cake | Daily Karatoa

কিছু উপদেষ্টার থেকে প্রধান উপদেষ্টাকে সতর্ক থাকতে বললেন মিয়া গোলাম পরওয়ার | PR | Daily Karatoa

বাংলাদেশিদের সমাবেশে নিউ ইয়র্ক সিটি মেয়র প্রার্থী মামদানি

বাংলাদেশ-বাহরাইন বৈঠক: শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান

লিসবনে প্রবাসীদের উৎসব, দূর দেশে আপনজন

কেক পট্টিখ্যাত আগারগাঁওয়ে চলছে পুলিশের অভিযান । cake | Daily Karatoa