বগুড়ার নন্দীগ্রামে পরকীয়া করতে এসে যুবক ধরা

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : রংপুরের পীরগাছা থেকে বগুড়ার নন্দীগ্রামে পরকীয়া করতে এসে বিপ্লব কুমার বিপুল (৩৮) নামের এক যুবককে আটক করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, রংপুরের পীরগাছা উপজেলার তাম্বুলপুর গ্রামের মনিন্দ্রনাথের ছেলে বিপ্লব কুমার বিপুলের সঙ্গে নন্দীগ্রাম উপজেলার বুড়ইল ইউনিয়নের কৈগাড়ি গ্রামের ইমতিয়াজ হোসেনের স্ত্রী রাবেয়া বেগমের (২৮) পরিচয় হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে।
ধীরে ধীরে তাদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। সম্পর্কের টানে গত মঙ্গলবার বিপুল রংপুর থেকে নন্দীগ্রামে আসে। এরপর গভীররাতে বিপুল গোপনে ইমতিয়াজ হোসেনের বাড়িতে প্রবেশ করে। তবে ভোররাতে বাড়ির লোকজন বিষয়টি টের পেয়ে তাকে হাতেনাতে আটক করে। এরপর গতকাল বুধবার ভোরে বিপুলকে নন্দীগ্রাম থানা পুলিশের কাছে সোপর্দ করে তারা।
আরও পড়ুনএসময় ঘটনাস্থল থেকে রাবেয়া বেগম পালিয়ে যায় বলে জানা গেছে। এ বিষয়ে নন্দীগ্রাম থানার উপ-পরিদর্শক সাইফুল ইসলাম বলেন, বিপ্লব কুমার বিপুল বর্তমানে থানা হেফাজতে রয়েছেন। তার বিরুদ্ধে এখনো কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন