নতুন সিনেমার শুটিংয়ে তৌকীর

বিনোদন দেস্কঃ গুণী অভিনেতা ও নির্মাতা তৌকীর আহমেদ। এবার নতুন ছবির শুটিংয়ে যোগ দিয়েছেন তিনি। শাকিব খানের সঙ্গে প্রথমবার স্ক্রিন শেয়ার করছেন তৌকীর। ঢাকার ৩০০ ফুট এলাকায় শাকিবের আসন্ন চলচ্চিত্র ‘সোলজার’-এর শুটিং হচ্ছে। এরই মধ্যে তৌকীর শুটিংয়ে অংশ নিয়েছেন। জানা গেছে, এই সিনেমাটিতে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে দেখা যাবে তাকে। আরও পরিষ্কার করে বললে বলা যায়, তৌকীরকে অন্যতম নেতিবাচক চরিত্রে দেখা যাবে, যে চরিত্রে ইতিপূর্বে দেখা যায়নি তাকে। ৫ই অক্টোবর থেকে রাজধানীতে সিনেমাটির শুটিং শুরু হয়েছে।
‘সোলজার’ সিনেমাটি পরিচালনা করছেন সাকিব ফাহাদ। তৌকীর বলেন, অনেকদিন পর অভিনেতা হিসেবে সিনেমায় কাজ করছি। বিশেষ একটি ছবি, এতে আমার চরিত্রটাও বিশেষ। আশা করছি ভালো কিছু হবে। প্রসঙ্গত, দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য নাটকে অভিনয় করে দর্শকপ্রিয়তা পেয়েছেন তৌকীর। পরিচালনা করেছেন অনেক নাটকও। বেশ কিছু চলচ্চিত্র পরিচালনা করে প্রশংসা কুড়িয়েছেন।
আরও পড়ুনএ ছাড়া এই সিনেমাটিতে আরেকটি উল্লেখযোগ্য চরিত্রে অভিনয় করছেন তারিক আনাম খান। তৌকীর আহমেদ বলেন,‘ আমি নিজেও এর আগে বেশ কয়েকটি সিনেমা নির্মাণ করেছি। সেসব সিনেমা দর্শকপ্রিয় হয়েছে। অভিনয়ও করেছি বেশকিছু সিনেমাতেও। সোলজার খুউব ভালো হচ্ছে। অনেক আশাবাদী আমি। ’
মন্তব্য করুন