ভিডিও মঙ্গলবার, ০৭ অক্টোবর ২০২৫

রিমুভার ছাড়া নেলপলিশ তোলার উপায়

রিমুভার ছাড়া নেলপলিশ তোলার উপায়

লাইফস্টাইল ডেস্ক : সৌন্দর্য সচেতন অনেক নারীই উৎসব বা বিশেষ দিনে পোশাকের সঙ্গে মিলিয়ে নেলপলিশ পরেন। পোশাকের সঙ্গে মানানসই নেলপলিশ সৌন্দর্য আরও বাড়িয়ে দেয়। নির্দিষ্ট সময় পর আবার এই নেলপলিশ তুলেও ফেলা হয়। নেলপলিশ রিমুভারের সাহায্যে এই কাজটি করা হয়। কিন্তু যদি হাতের কাছে রিমুভার না থাকে? 

ঘরে থাকা কিছু উপাদানের সাহায্যে খুব সহজেই নেলপলিশ দূর করা যায়। এতে নখেরও কোনো ক্ষতি হয় না। কী দিয়ে উঠাতে পারবেন নেলপলিশ? চলুন জেনে নিই- 

নেলপলিশ

এই ব্যাপারটি অনেকটা কাঁটা দিয়ে কাঁটা তোলার মতো। নেলপলিশ দিয়ে তুলতে পারেন নেলপলিশ। এজন্য পুরনো নেলপলিশের ওপর নতুন নেলপলিশের প্রলেপ লাগিয়ে নিন। এরপর তুলোর সাহায্যে মুছে ফেলুন। নেলপলিশ শুকিয়ে যাওয়ার আগেই কাজটি করুন। এতে নখের ওপর থাকা পুরো নেলপলিশই উঠে যাবে।  

মাজন ও বেকিং সোডা 

সব বাড়িতেই এই দুটো উপাদান থাকে। এক চামচ বেকিং সোডার সঙ্গে পরিমাণমতো মাজন মিশিয়ে নিন। পুরনো টুথব্রাশের সাহায্যে এই মিশ্রণটি নখের ওপর ঘষতে থাকুন। কয়েক সেকেন্ডেই উঠে যাবে নেলপলিশ। 

আরও পড়ুন

ভিনেগার ও লেবুর রস 

রান্নাঘরে থাকা এই দুটো উপাদান নেলপলিশ তুলতে সাহায্য করে। একটি পাত্রে পাতিলেবুর রস ও ভিনেগার মিশিয়ে নিন। এই মিশ্রণে আঙুলগুলো কিছুক্ষণ ডুবিয়ে রাখুন। মিনিট পাঁচেক পরে তুলো দিয়ে নখগুলো ঘষে নিন। দেখবেন সব নেলপলিশ উঠে গিয়েছে। এই টোটকায় কেবল নেলপলিশ দূর হবে এমন নয়, নখ ও হাতের দুর্গন্ধও দূর হবে।  

স্যানিটাইজার

রিমুভার না থাকলে স্যানিটাইজার দিয়ে নেলপলিশ দূর করতে পারেন। স্যানিটাইজার নিয়ে নখের ওপর ঘষে নিন। প্রয়োজনে নখের ওপর স্যানিটাইজার কিছুক্ষণ মাখিয়ে রাখতে পারেন। মিনিট পাঁচেক পরে তুলো দিয়ে ঘষে নিন, নেলপলিশ উঠে যাবে। স্যানিটাইজারের কারণে নখের কোণে জমে থাকা জীবাণুও মরে যাবে। 

ডিওডোরেন্ট

ডিওডোরেন্ট বা বডি স্প্রে দিয়েও নেলপলিশ দূর করার কাজটি করতে পারবেন। এই প্রসাধনীর মধ্যেও অ্যালকোহল রয়েছে। নখের ওপর ডিওডোরেন্ট স্প্রে করে নিন। এরপর তুলো দিয়ে ঘষে নেলপলিশ তুলে ফেলুন। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসলাম ও পূজা কোনোভাবেই এক হতে পারে না: চরমোনাই পীর

কিছু উপদেষ্টার মৃত্যু ছাড়া কোনো সেফ এক্সিট নেই : সারজিস আলম

ফতুল্লায় ড্রামের ভেতর মিলল দুই পা কাটা অর্ধগলিত মরদেহ

বগুড়ার সোনাতলায় দু’টি শিক্ষা প্রতিষ্ঠানের সংযুক্ত সড়ক ধসে ভোগান্তি

বগুড়ার আদমদীঘিতে ছাত্রলীগ নেতা গ্রেফতার

সিলেটে আ.লীগ নেতা গ্রেপ্তার