ভিডিও মঙ্গলবার, ০৭ অক্টোবর ২০২৫

গাজা যুদ্ধ বন্ধে চুক্তিতে পৌঁছাতে আশাবাদী ট্রাম্প

গাজা যুদ্ধ বন্ধে চুক্তিতে পৌঁছাতে আশাবাদী ট্রাম্প, ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক: গাজা যুদ্ধ বন্ধে একটি চুক্তিতে পৌঁছানোর বিষয়ে আশাবাদী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানান, হামাস খুব গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে একমত হয়েছে। তাই তিনি মনে করেন, খুব শিগগিরই একটি চুক্তি সম্পন্ন হতে যাচ্ছে। খবর বার্তা সংস্থা আনাদোলুর।

গাজা যুদ্ধ বন্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেয়া ২০ দফা পরিকল্পনা নিয়ে সোমবার থেকে মিশরে ইসরাইল ও হামাসের প্রতিনিধি দলের মধ্যে পরোক্ষ আলোচনা শুরু হয়েছে। আলোচনার সফলতার বিষয়ে আশাবাদ জানান ট্রাম্প। তিনি বলেন, হামাস অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলিতে একমত হচ্ছে।সোমবার ওভাল অফিসে তিনি সাংবাদিকদের বলেন, ‘একটি চুক্তি করার সত্যিই ভালো সম্ভাবনা রয়েছে। এটি একটি স্থায়ী চুক্তি হবে।’গত ২৯ সেপ্টেম্বর, ট্রাম্প ২০ দফা প্রস্তাব উত্থাপণ করেন। যার মধ্যে রয়েছে ফিলিস্তিনি বন্দিদের বিনিময়ে সকল ইসরাইলি বন্দিদের মুক্তি, যুদ্ধবিরতি, হামাসের নিরস্ত্রীকরণ এবং গাজা পুনর্র্নিমাণ। হামাস নীতিগতভাবে এই পরিকল্পনায় সম্মত হয়েছে।

ট্রাম্প আঞ্চলিক নেতাদের কূটনৈতিক প্রচেষ্টার প্রশংসা করেছেন, যাকে তিনি ‘চমৎকার’ এবং ‘অত্যন্ত শক্তিশালী’ বলে অভিহিত করেছেন।

আরও পড়ুন

এদিকে, যুদ্ধবিরতি আলোচনার মধ্যেই গাজায় হামলা চালিয়ে যাচ্ছে ইসরাইল। সোমবার গাজায় দখলদার বাহিনীর হামলায় নিহত হয়েছে ১০ জন।গত শুক্রবার থেকে গাজায় ইসরাইলি হামলায় নিহতের সংখ্যা ১০৪ জনে দাঁড়িয়েছে। যদিও প্রেসিডেন্ট ট্রাম্প ইসরাইলকে ফিলিস্তিনি ভূখণ্ডে বোমা হামলা বন্ধ করার আহ্বান জানিয়েছিলেন। তা সত্ত্বেও পুরো উপত্যকাজুড়ে হামলা অব্যাহত রয়েছে।

২০২৩ সালের অক্টোবর থেকে ইসরাইলি সেনাবাহিনী গাজায় ৬৭ হাজারের বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে, যাদের বেশিরভাগই নারী ও শিশু।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইউক্রেন যুদ্ধে চীনের সহায়তা নিয়ে যা জানাল রাশিয়া

বাংলাদেশে ৪ দশমিক ৮ শতাংশ প্রবৃদ্ধির পূর্বাভাস বিশ্বব্যাংকের

এবারে বিসিবি’র ২৫ পরিচালকের ২০ জনই নতুন

গাজায় যুদ্ধবিরতি নিয়ে প্রথম দফার আলোচনা ‘ইতিবাচক’

দল হিসেবে আওয়ামী লীগের বিচারের তদন্ত শুরু

ভবিষ্যত বিএনপি কেমন হবে, জানালেন তারেক রহমান