ভিডিও সোমবার, ০৬ অক্টোবর ২০২৫

‘চলো স্বপ্ন ছুঁই’তে বন্নি

বন্নি হাসান।

অভি মঈনুদ্দীন ঃ বন্নি হাসান, এই প্রজন্মের আলোচিত মডেল ও অভিনেত্রী। তার চোখ, তার অনিন্দ্য সুন্দর হাসি আর তার স্বাভাবিক কথা বার্তাই যে কাউকেই মুগ্ধ করে। বিশেষত তার চোখ প্রথম দেখাতেই যে কারো দৃষ্টি কাড়তে সক্ষম। মিডিয়াতে কাজ করছেন খুব বেশিদিন নয়।

কিন্তু এরইমধ্যে অল্প কাজের মধ্যদিয়েই তিনি দর্শকের প্রিয় হয়ে উঠেছেন। বন্নি কাজের মাঠে নেমেই একের পর এক কাজ করাতে বিশ্বাসী নয়। মান সম্পন্ন কাজটাই তিনি করতে চান। যে কারণে বেশকিছুদিন পর এবার তিনি নতুন আরো একটি নাটকে অভিনয় করেছেন। নাটকের নাম ‘চলো স্বপ্ন ছুঁই’। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন তারেক রহমান। নাটকে ইরা চরিত্রে অভিনয় করেছেন বন্নি।

বন্নি বলেন,‘ নাটকের গল্পটা আমার কাছে খুউব ভালোলেগেছে। ইরা চরিত্রটিও আমার পছন্দ হয়েছে। যে কারণে খুউব মন দিয়েই কাজটি করার চেষ্টা করেছি। রাজধানীর উত্তরা ও তিনশত ফুট এলাকায় নাটকটির শুটিং হয়েছে। সবমিলিয়ে আমার কাছে মনে হয়েছে যে কাজটি খুউব ভালো হয়েছে। আমি খুউব আশাবাদী কাজটি নিয়ে। দর্শকের রেসপন্সের অপেক্ষায় আমি।’

আরও পড়ুন

কিছুদিন আগে বিদ্যা সিনহা মিমের সঙ্গে ওয়ালটন-এর একটি বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেও আলোচনায় আসেন বন্নি। তার প্রথম আলোচিত নাটক ছিলো জাহিদ প্রীতমের ‘তিলোত্তমা’। এই নাটকে জয়ী চরিত্রে অভিনয় করে বেশ প্রশংসিত হয়েছিলেন তিনি। বন্নির প্রবল ইচ্ছে কিছু ভালো মৌলিক গান করার। কারণ ছোটবেলাতে তিনি গানও শিখেছেন। এসএসসি পরীক্ষার আগেই তিনি প্রথম এম শুভর পরিচালনায় ‘লাভ রিংক’ নাটকে অভিনয় করেন। এরপর পড়াশুনার জন্য কিছুদিন বিরতি নেন। তারপর ‘দমে দমে’সহ আরো কয়েকটি মিউজিক ভিডিওতেও মডেল হিসেবে কাজ করেন। এরপর মাহমুদ মাহিনের ‘লাকি’,মাইদুল রাকিবের ‘আম্মাজান’ নাটকে অভিনয় করেও প্রশংসিত হন। আদনান আল রাজীবের ‘ইউটিমার’-এ গান গেয়েছেন তিনি। বন্নি অভিনয়েই নিজেকে অনেকদূর নিয়ে যেতে চান। ‘চলো স্বপ্ন ছুঁই’ নাটকটি শিগগিরই প্রচারে আসবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৭ বছর পর বিদেশের মাটিতে পা রাখতে যাচ্ছে বাংলাদেশি স্কেটাররা

বগুড়ার তালোড়ায় ডাকাতি স্বর্ণালঙ্কারসহ আরও একজন গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়ায় কোটি টাকার ভারতীয় শাড়ি ও ফুচকা জব্দ

২ লাখ ছাড়াল স্বর্ণের ভরি ,দেশের ইতিহাসে সর্বোচ্চ দাম

পুলিশে ৪ হাজার এএসআই নিয়োগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি

বগুড়ায় টাইফয়েডের টিকা প্রদান কার্যক্রম শুরু ১২ অক্টোবর থেকে