ভিডিও রবিবার, ০৫ অক্টোবর ২০২৫

জুলাই সনদ বাস্তবায়নে গণভোট চূড়ান্ত সিদ্ধান্তের পথে: সালাহউদ্দিন

জুলাই সনদ বাস্তবায়নে গণভোট চূড়ান্ত সিদ্ধান্তের পথে: সালাহউদ্দিন

জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের বিষয়ে রাজনৈতিক দলগুলো প্রায় চূড়ান্ত সিদ্ধান্তের পথে পৌঁছে গেছে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

আজ রবিবার (৫ অক্টোবর) রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐক্যমত কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর চতুর্থ দিনের আলোচনার শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান। আলোচনায় জুলাই সনদের সংবিধানসংক্রান্ত প্রস্তাব বাস্তবায়নের পদ্ধতি নিয়ে বিস্তারিত মতবিনিময় হয়।

সালাহউদ্দিন আহমদ বলেন, ‘বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে আমরা এখন একেবারে চূড়ান্ত ধাপে আছি। মোটা দাগে মনে হচ্ছে, আমরা প্রায় সিদ্ধান্তে পৌঁছে গেছি।

গণভোটের প্রস্তাব প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, ‘আমরা যদি জনগণের প্রতিনিধি হিসেবে জুলাই সনদে স্বাক্ষর করি ও অঙ্গীকারাবদ্ধ হই, তাহলে জনগণেরও সম্মতি থাকা জরুরি। তাই জনগণের কাছে জানতে চাওয়া যেতে পারে তারা কি এই সনদের পক্ষে? যদি তারা সমর্থন দেয়, সেটাই হবে জুলাই সনদ বাস্তবায়নের পক্ষে জনগণের চূড়ান্ত অভিমত।

তিনি আরো বলেন, ‘গণভোট আয়োজনের জন্য সংবিধান সংশোধনের প্রয়োজন নেই। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার সংবিধানের ১৪২ অনুচ্ছেদ থেকে রেফারেন্ডাম বা গণভোটের সুযোগ বাদ দিয়েছিল। কিন্তু হাইকোর্টের রায়ের মাধ্যমে তা পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে। এখন সংবিধানে এমন কোনো বাধা নেই যা গণভোটে নিষেধ করে। তাই একটি অধ্যাদেশ জারি করে নির্বাচন কমিশনকে এখতিয়ার দেওয়া যেতে পারে। একই দিনে সংসদ নির্বাচনের পাশাপাশি আলাদা ব্যালটে গণভোট গ্রহণের।

আরও পড়ুন

সালাহউদ্দিন বলেন, ‘গণভোটের মাধ্যমে যে জনরায় আসবে, সেটি হবে সার্বভৌম ক্ষমতার রায়। সুতরাং সংসদের সব সদস্যই তা মানতে বাধ্য থাকবে।

সাংবাদিকদের এক প্রশ্নে, যদি আগামী সংসদে জুলাই সনদের বিরোধী এমপিরা সংখ্যাগরিষ্ঠ হয়, তবে কি তারাও এই জনরায় মানতে বাধ্য থাকবেন এর জবাবে সালাহউদ্দিন বলেন, ‘জনরায়ই হবে চূড়ান্ত। জনগণ যখন পক্ষে রায় দেবে, তখন সংসদ ও এর সদস্যদের তা মানতেই হবে।’

বৈঠকে জুলাই সনদের বিভিন্ন ধারায় থাকা ‘নোট অব ডিসেন্ট’ (অমতের নোট) প্রসঙ্গে তিনি বলেন, ‘জুলাই সনদ প্রণীত হবে, স্বাক্ষরিত হবে এবং অঙ্গীকারনামায় সবাই সই করবে। এটি ওয়েবসাইটে প্রকাশ করা হবে, সব দলের ইশতেহারেও থাকবে। জনগণ জানতে পারবে সনদে কী আছে। যে দল ম্যান্ডেট পাবে, তারা তাদের নোট অব ডিসেন্ট অনুযায়ী কাজ করার সুযোগ পাবে।

জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের বিষয়ে রাজনৈতিক দলগুলো প্রায় চূড়ান্ত সিদ্ধান্তের পথে পৌঁছে গেছে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীতে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

আমার কিছু যায় আসে না : বাঁধন

চাঁপাইনবাবগঞ্জে সাপের কামড়ে দুই কৃষকরে মৃত্যু

বাংলাদেশের জন্য হোয়াইটওয়াশের মিশন

অপূর্ব পালের ‘দৃষ্টান্তমূলক সর্বোচ্চ শাস্তি’ দাবি আহমাদুল্লাহর

শ্রীমঙ্গলে ২১ কেজির ১২ ফুট লম্বা অজগর উদ্ধার