ভিডিও মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫

ইসরায়েলকে নিষিদ্ধ করতে উয়েফাকে ৫০ খেলোয়াড়ের চিঠি

ইসরায়েলকে নিষিদ্ধ করতে উয়েফাকে ৫০ খেলোয়াড়ের চিঠি, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক : খেলাধুলায় ইসরায়েলকে নিষিদ্ধের দাবি দিন দিন আরও জোড়াল হচ্ছে। কিছুদিন আগে ইসরায়েলকে ফুটবল থেকে নিষিদ্ধের আহ্বান জানিয়েছিলেন তুরস্ক ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট ইব্রাহিম হাজিওসমানোউলুও এবং স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। এবার ইসরায়েলকে নিষিদ্ধ করতে ৫০ জন সাবেক ও বর্তমান খেলোয়াড় এক চিঠি পাঠিয়েছে উয়েফা’র কাছে।

৫০ খেলোয়াড় মিলে সই করা চিঠি পাঠিয়েছেন দাবি একটাই, উয়েফার প্রতিযোগিতা থেকে ইসরায়েলকে নিষিদ্ধ করা হোক। খেলোয়াড়দের তালিকায় আছেন ইংল্যান্ডের সাবেক অলরাউন্ডার মঈন আলি, ব্রিটিশ বক্সার জ্যাক চেল্লি, মোনাকোর ফরাসি মিডফিল্ডার পল পগবা, ক্রিস্টাল প্যালেসের মালিয়ান মিডফিল্ডার চিয়েক ডৌকুরে, ব্রিটিশ ঘোড়দৌড়ে প্রথম হিজাবধারী জকি খাদিজা মেল্লা, চেলসির সাবেক মরোক্কান উইঙ্গার হাকিম জিয়েশসহ অনেকে। গাজায় সংঘাত চললেও ইসরায়েলের জাতীয় দল ও ক্লাব দলগুলো ফিফা ও উয়েফার প্রতিযোগিতায় অংশ নিচ্ছে।

পাঠানো চিঠিতে জাতিসংঘের সাম্প্রতিক প্রতিবেদনও যুক্ত করা হয়েছে। সেখানে বলা হয়েছে, ইসরায়েলি কর্তৃপক্ষ ও নিরাপত্তা বাহিনীর উদ্দেশ্য হলো গাজার ফিলিস্তিনিদের আংশিক বা পুরোপুরি ধ্বংস করার গণহত্যামূলক অভিপ্রায় বাস্তবায়ন করা। এদিকে উয়েফাকে পাঠানো চিঠিতে ফিলিস্তিনের প্রয়াত ফুটবলার সুলেইমান আল-ওবেইদের প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে। ‘ফিলিস্তিনি পেলে’ নামে খ্যাত সুলেইমান গত আগস্টে গাজায় ইসরায়েলি হামলায় নিহত হন বলে জানিয়েছে ফিলিস্তিন ফুটবল অ্যাসোসিয়েশন। চিঠিতে লেখা হয়, ‘বেঁচে থাকতে খেলাধুলার মাধ্যমে আশার সঞ্চার করেছেন তিনি। মৃত্যুর মাধ্যমে তিনি মনে করিয়ে দিলেন, কেন খেলাধুলার সংস্থাগুলোর এখনই পদক্ষেপ নেওয়া জরুরি।’

আরও পড়ুন

তবে যুক্তরাষ্ট্র ভিন্ন সুরে কথা বলছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন জানায়, ২০২৬ বিশ্বকাপে ইসরায়েলকে নিষিদ্ধ করার চেষ্টা ঠেকাতে তারা কাজ করবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়া আদমদীঘিতে সড়ক দুর্ঘটনায় মা ও শিশু কন্যা নিহত, আহত-৫

পাকিস্তানে ভয়াবহ বোমা হামলায় নিহত ১০

গাজার অন্তর্বর্তী সরকারের প্রধান হবেন ট্রাম্প!

সৃজিতের প্রেমের গুঞ্জনে যা বললেন মিথিলা

 নেপালের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী অলির ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা

ছয় বছর পর বড় পর্দায় ফিরছেন পপি