নওগাঁর রাণীনগরে লাখ টাকার নিষিদ্ধ রিং জাল বিনষ্ট

নওগাঁ প্রতিনিধি : নওগাঁর রাণীনগরে ১ লাখ টাকা মূল্যের ক্ষতিকর ও নিষিদ্ধ রিং জাল বিনষ্ট করা হয়েছে। গত রোববার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার হাতিরপুল এলাকায় অভিযান চালিয়ে ২শ’ মিটার দৈর্ঘ্যরে ২০টি রিং জাল পানি থেকে উদ্ধার করা হয় যার আনুমানিক মূল্য ১ লাখ টাকা। উপজেলা নির্বাহী অফিসার মো. রাকিবুল হাসান এই অভিযান পরিচালনা করেন।
এসময় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা পলাশ চন্দ্র দেবনাথ প্রমুখ উপস্থিত ছিলেন। পরে উদ্ধারকৃত সকল রিং জাল আগুন দিয়ে পুড়িয়ে ফেলা হয়। উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা পলাশ চন্দ্র দেবনাথ জানান, জনবল সংকট নিয়ে চলছে প্রতিটি উপজেলাভিত্তিক মৎস্য অফিসগুলো।
আরও পড়ুনতবুও উপজেলা প্রশাসনের সহযোগিতা নিয়ে মাছের বংশ বিস্তারের পথ সুগম করার লক্ষে মাছ নিধনে ক্ষতিকর জালের বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখা হয়েছে।
মন্তব্য করুন