দিনাজপুরের হাকিমপুরে পৌর যুবদলের সদস্য সচিবের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের হাকিমপুর হিলি পৌর যুবদলের সদস্য সচিব আলী মুর্তজা সরকারের ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং দোষীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবিতে বিক্ষোভ মিছিল করেছে হাকিমপুর পৌর বিএনপিসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
গতকাল রোববার সন্ধ্যা ৬ টায় হাকিমপুর পৌর বিএনপির আয়োজনে হিলি বাজারস্থ দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল শহরের চারমাথা মোড়ে এসে শেষ হয়। বিক্ষোভ মিছিলে পৌর যুবদলের সদ্য বহিষ্কৃত সদস্য রিপন ও তার লোকজন কর্তৃক পৌর যুবদলের সদস্য সচিব আলী মুর্তজা সরকারের ওপর অতর্কিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং দোষীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবিতে বিভিন্ন শ্লোগান দেয়।
আরও পড়ুনসেই সাথে স্থানীয় প্রশাসনকে দোষীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির জন্য ২৪ ঘন্টার আল্টিমেটাম দেওয়া হয়। পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোঃ ফরিদ খানের নেতৃত্বে বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন- পৌর বিএনপির সাধারণ মোঃ নাজমুল হোসেন, যুগ্ম সম্পাদক মোঃ জুয়েল হোসেন, সাংগঠনিক সম্পাদক ওয়াহেদুর রহমান রিপন, কামাল হোসেন, আরমান আলী প্রধান প্রমুখ।
মন্তব্য করুন