পাবনার সাঁথিয়ায় মাদ্রাসার পরিচালনা কমিটি ও শিক্ষকদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন

সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি : পাবনার সাঁথিয়া উপজেলার গঙ্গারাম স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসার পরিচালনা কমিটি ও শিক্ষকদের নিয়ে বিভ্রান্তি ও অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার দুপুরে মাদ্রাসার পার্শ্ববর্তী রাস্তায় মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।
এলাকাবাসীর উদ্যোগে অনুষ্ঠিত প্রতিবাদ ও মানববন্ধনে বক্তারা বলেন, বহিরাগত একটি কুচক্রীমহল মাদ্রাসার বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে দীর্ঘদিনের সাফল্যকে কলুষিত করছে। যদি এসব বন্ধ না হয় তাহলে আরো কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে জানান এলাকাবাসী।
আরও পড়ুনএসময় উপস্থিত ছিলেন গঙ্গারামপুর এবতেদায়ী মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মো. মোজাম্মেল হক, মাদ্রাসার শিক্ষকসহ এলাকার শত শত নারী-পুরুষ ও শিক্ষার্থীরা মানববন্ধনে অংশ নেয়।
মন্তব্য করুন