বিয়ের পিঁড়িতে বসছেন শ্রদ্ধা কাপুর!

বিনোদন ডেস্ক : অবশেষে বিয়ে করছেন বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুর। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিয়ের সুখবরের ইঙ্গিত দিয়েছেন এই অভিনেত্রী।
সম্প্রতি শ্রদ্ধা তার ইনস্টাগ্রামে একটি ভিডিও আপলোড করেছেন। ভিডিওতে শ্রদ্ধার সঙ্গে রয়েছেন লেখক ও ব্যবসায়ী রাহুল মোদী। রাহুলকে ট্যাগ করে ভিডিওর ক্যাপশনে শ্রদ্ধা লেখেন, কেউ এরকম একটা মানুষ খুঁজে বের করে দাও, যে আমার সব বায়না শুনবে। ভারতীয় সংবাদমাধ্যম টিভি নাইনের প্রতিবেদন থেকে জানা যায়, শ্রদ্ধার এমন পোস্ট চোখে পড়তেই লাইক রিয়েকশন দিয়েছেন রাহুল। আর এরপরই শোবিজে গুঞ্জন ছড়িয়ে পড়ে শ্রদ্ধা ও রাহুল চলতি বছরই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন। শোনা যাচ্ছে, বছরের শেষে শীতেই বিয়ে করছেন রাহুল ও শ্রদ্ধা। খুব শিগগিরই বিয়ের ঘোষণা ও তারিখ জানাবেন এ জুটি।
বলিউডে ২০২৪ সাল থেকে রাহুল মোদীর সঙ্গে প্রেমের গুঞ্জন শ্রদ্ধা কাপুরের। সে গুঞ্জনকেই সত্য করে দিয়ে এবার ইনস্টাগ্রামে নিজেদের প্রেমের সম্পর্ককে সিলমোহর দিয়েছেন নতুন জুটি। তাই বিয়ের ঘোষণা জানার অপেক্ষায় ভক্তরা।
মন্তব্য করুন