কোক স্টুডিওতে তাজিকিস্তানের মেহেরনিগরের সঙ্গে হাবিবের ‘জাদু’

বিনোদন ডেস্ক : কোক স্টুডিও বাংলার মঞ্চে ফিরেছেন জনপ্রিয় সংগীতশিল্পী হাবিব ওয়াহিদ। যে গানটির নাম ‘জাদু’। এতে বিশেষ চমক হিসেবে ছিলো তাজিকিস্তানের জনপ্রিয় শিল্পী মেহেরনিগর রুস্তম। তিনি গানটির একটি অংশে কণ্ঠ দিয়েছেন।
এক বছরের বেশি বিরতির পর কোক স্টুডিও বাংলা তৃতীয় সিজন শুরু হয়েছে। এবার হাবিব নিজের সংগীতায়োজনে গেয়েছেন বাউল শাহ খোয়াজ মিয়ার জনপ্রিয় গান ‘লাগাইয়া পিরিতের ডুরি, আলগা থাকি টানেরে, আমার বন্ধু মহা জাদু জানে’।
গানের একটি বিশেষ অংশ তৈরি হয়েছে ফরাসি ভাষায়। সেই অংশেই কণ্ঠ দিয়েছেন মেহেরনিগর।
আরও পড়ুনএটি কোক স্টুডিও বাংলার তৃতীয় সিজনের ষষ্ঠ গান। এর আগে ‘তাঁতি’, ‘মা লো মা’, ‘অবাক ভালোবাসা’, ‘বাজি’ ও ‘লং ডিসট্যান্স লাভ’ গানগুলো প্রকাশিত হয়েছে। সেগুলো এরইমধ্যে দারুণ জনপ্রিয়তা পেয়েছে।
মন্তব্য করুন