বিসিবি নির্বাচনের খসড়া ভোটার তালিকা প্রকাশ

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের নির্বাচনের ভোটারদের খসড়া তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। ১৭৭টি কাউন্সিলর পদের মধ্যে কিছু নাম এখনও চূড়ান্ত হয়নি। ছয়টি জেলা ক্রীড়া সংস্থার প্রতিনিধির জায়গা ফাঁকা রাখা হয়েছে এই ভোটার তালিকায়।
গত শনিবার ঘোষিত তফসিল অনুযায়ী খসড়া ভোটার তালিকা প্রকাশের নির্ধারিত সময় ছিল সোমবার সন্ধ্যা ৭টা। সেই তালিকা প্রকাশ করা হয় আজ সন্ধ্যা ৭টায়। তালিকা প্রকাশের মিনিটখানেক আগে সংশোধিত তফসিল ঘোষণা করা হয়। সেখানে উল্লেখ করা হয়, খসড়া তালিকা প্রকাশের নির্ধারিত সময় মঙ্গলবার সন্ধ্যা ৭টা। এরপরই খসড়া তালিকা প্রকাশ করা হয়।
১৭১ জন ভোটারের খসড়া তালিকায় ঢাকা বিভাগীয় ক্রীড়া সংস্থার মধ্যে আছেন বিসিবি প্রেসিডেন্ট আমিনুল ইসলাম। সাবেক বিসিবি সভাপতি ফারুক আহমেদ রেঞ্জার্স ক্রিকেট একাডেমি থেকে কাউন্সিলরশিপ নিয়েছেন। আরেক সাবেক অধিনায়ক তামিম ইকবাল ভোটার হয়েছেন ওল্ড ডিওএইচএস স্পোর্টস ক্লাব থেকে।
বিসিবির মাধ্যমে মনোনীত সাবেক খেলোয়াড়দের মধ্যে আছেন জাভেদ ওমর, মিনহাজুল আবেদীন নান্নু, মোহাম্মদ এহসানুল হক, মোহাম্মদ আলী খান, খালেদ মাসুদ পাইলট ও মোহাম্মদ হাসিবুল হোসেন শান্ত।
ভোটারের তালিকায় সাবেক ক্রিকেটাররা হলেন গাজী আশরাফ হোসেন লিপু, মোহাম্মদ শফিকুল হক, এস এম রকিবুল হাসান, মোহাম্মদ আশরাফুল ও হাবিবুল বাশার সুমন।
আরও পড়ুন
কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থা থেকে ভোটার হয়েছে সংগীতশিল্পী আসিফ আকবর। বিভিন্ন বিভাগ পর্যায়ের ক্লাবগুলোর কাউন্সিলরদের মধ্যে তামিম ইকবাল ও ফারুক আহমেদ ছাড়াও উল্লেখযোগ্য নাম ফাহিম সিনহা (সূর্য তরুণ ক্লাব), রফিকুল ইসলাম বাবু (ইন্দিরা রোড ক্রীড়াচক্র), মনজুর আলম (রেগুলার স্পোর্টিং ক্লাব) রয়েছেন।
১৭৭ জন ভোটারের তালিকা প্রকাশ করার কথা থাকলেও বিসিবি দিয়েছে ১৭১ জনের নাম। নরসিংদী, সিলেট, নওগাঁ, বগুড়া, পাবনা ও সিরাজগঞ্জ জেলা ক্রীড়া সংস্থা থেকে কোনো ভোটারের নাম দেয়নি বিসিবি।
প্রসঙ্গত, খসড়া ভোটার তালিকায় ক্যাটেগরি-১ থেকে আছেন ৭১ জন। ময়মনসিংহ ছাড়া অন্য সাতটি বিভাগীয় ক্রীড়া সংস্থা ও ৬৪ জেলা ক্রীড়া সংস্থার প্রতিনিধিরা আছেন এখানে। ২ নম্বর ক্যাটাগরিতে আছেন ৭৬ জন এবং ৩ নম্বর ক্যাটেগরিতে আছে বিভিন্ন সংস্থা, প্রতিষ্ঠান, সাবেক অধিনায়ক ও ক্রিকেটারদের প্রতিনিধিরা। এখানে আছেন ৪৫ জন। সব মিলিয়ে খসড়া তালিকায় ভোটার সংখ্যা ১৭৭ জন।
মন্তব্য করুন