নিউজ ডেস্ক
প্রকাশ : ২৩ সেপ্টেম্বর, ২০২৫, ০৭:২০ বিকাল
বিসিবি নির্বাচন ঘিরে নাটকীয়তা, ভোটার তালিকা প্রকাশেই অনিশ্চয়তা!
_original_1758633503.jpg)
বিসিবি নির্বাচন ঘিরে নাটকীয়তা, ভোটার তালিকা প্রকাশেই অনিশ্চয়তা!
স্পোর্টস ডেস্ক : বিসিবির বর্তমান পরিচালনা পর্ষদের শেষ সভার পরও প্রকাশ হলোনা খসড়া ভোটার তালিকা। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচন হওয়ার কথা আগামী ৬ অক্টোবর।
শেষ দিনে নাটকীয়তার জন্মদেন বিসিবির সাবেক সভাপতি ফারুক আহমেদ। সময়সীমা অতিক্রম করার পর রেঞ্জার্স ক্রিকেট একাডেমির পক্ষ থেকে মনোনয়নপত্র জমা দেন ফারুক। নির্বাচনসূচি অনুযায়ী মঙ্গলবার সন্ধ্যা ৬টার মধ্যে কাউন্সিলরদের নাম গ্রহণ প্রক্রিয়া শেষ হওয়ার কথা ছিল। এরআগে কাউন্সিলর মনোনয়নের নির্দেশনা না মানায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে চিঠি দেন আমিনুল ইসলাম বুলবুল। চিঠির বৈধতা চ্যালেঞ্জ করে একটি রিট দায়ের হয়। পরে হাইকোর্ট ১৫ দিনের জন্য চিঠির কার্যকারিতা স্থগিত করে। তবে রাতেই যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আপিলের পর সুপ্রিম কোর্টের চেম্বার জজ হাইকোর্টের আদেশ স্থগিত করেন। ফলে আবারও পুরো নির্বাচন প্রক্রিয়া নতুন অনিশ্চয়তার মুখে পড়ে।
মন্তব্য করুন