ভারতকে হারানোর সামর্থ্য আছে বাংলাদেশের : সিমন্স

এশিয়া কাপের সুপার ফোরে দুর্দান্ত সূচনা করেছে বাংলাদেশ। শ্রীলঙ্কাকে হারিয়ে আত্মবিশ্বাসে ভরপুর লিটন দাসের দল এখন তাকিয়ে আছে ফাইনালের দিকে। সামনে আরও দুটি ম্যাচ, ২৪ সেপ্টেম্বর ভারতের বিপক্ষে এবং ২৫ সেপ্টেম্বর পাকিস্তানের বিপক্ষে। এই দুই ম্যাচের যেকোনো একটিতে জয় পেলেই ফাইনালে খেলার সুযোগ তৈরি হবে বাংলাদেশের সামনে।
তবে ফাইনালে উঠার পথ পুরোপুরি নিজেদের হাতে নেই। বাকি দলগুলোর ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কার পারফরম্যান্সের ওপরও নির্ভর করবে টাইগারদের ভাগ্য। তবুও ভারতের কাছে পাকিস্তানের হার এবং বাংলাদেশের কাছে শ্রীলঙ্কার হার, দুই ফল মিলিয়ে এখন পর্যন্ত এগিয়ে রয়েছে বাংলাদেশ।
এই মুহূর্তে টাইগারদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ ভারতের বিপক্ষে ম্যাচটি। যদিও ভারতের বিপক্ষে ম্যাচ কঠিন হবে বলেই ধরে নেওয়া হচ্ছে, তবে বাংলাদেশ দলের প্রধান কোচ ফিল সিমন্স বিষয়টি নিয়ে খুব একটা ভাবছেন না।
তিনি বলেন, 'প্রত্যেকটা দলেরই ভারতকে হারানোর সামর্থ্য আছে। সবকিছু নির্ভর করে ম্যাচের দিনের খেলায়। ভারত অতীতে কী করেছে, সেটা বড় কথা না। আমরা চাইব ভারতকে ভুল করতে বাধ্য করতে এবং সেই সুযোগ কাজে লাগাতে।'
আরও পড়ুনকোচ সিমন্স আরও জানান, ভারতের মতো শক্তিশালী দলের বিপক্ষে জিততে হলে কোনো ভুল করা চলবে না। তাই খেলোয়াড়দের বিশেষভাবে সতর্ক করা হয়েছে যেন কোনো ক্যাচ, রান আউট বা স্টাম্পিংয়ের সুযোগ হাতছাড়া না হয়।
শ্রীলঙ্কার বিপক্ষে জয়ের আত্মবিশ্বাস নিয়েই ভারতকে হারানোর লক্ষ্য বাংলাদেশ দলের। সিমন্স বলেন, 'আমাদের মধ্যে বিশ্বাস আছে। আমরা নিজেরা আলোচনা করেছি এবং সবাই জানি, সুযোগ আছে। ম্যাচের নিয়ন্ত্রণ পেলে সেটা ধরে রাখতে হবে। সুযোগগুলো কাজে লাগাতে পারলেই আমরা ভারতের বিপক্ষে জিততে পারব।'
মন্তব্য করুন