ভিডিও রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫

ভারত-পাকিস্তান ক্রিকেট যুদ্ধ দেখবেন কোথায়?

ভারত-পাকিস্তান ক্রিকেট যুদ্ধ দেখবেন কোথায়?

ক্রিকেট বিশ্বে ভারত-পাকিস্তান লড়াই মানেই বাড়তি রোমাঞ্চ। যুদ্ধ আবহ। এবারো ঠিক তাই হচ্ছে। মাঠ ও মাঠের বাইরে কতো-শত ঘটনা যে ঘটছে হিসাব নাই! এশিয়া কাপে জমে উঠছে ভারত-পাকিস্তান মহারণ। টুর্নামেন্টে সম্ভাবনা আছে দুই দলের সর্বোচ্চ তিনবার মুখোমুখি হওয়ার। গ্রুপপর্বে একবার লড়াই ইতিমধ্যেই হয়েছে, আর আজ সুপার ফোরের মঞ্চে আবারও দেখা যাচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর।

গ্রুপ এ-র ম্যাচে পাকিস্তানকে ৭ উইকেটে হারিয়ে সহজেই শ্রেষ্ঠত্ব দেখিয়েছিল ভারত। সব ম্যাচ জিতে গ্রুপসের শীর্ষ দল হয়ে সুপার ফোরে উঠেছে সূর্যকুমার যাদবের দল। পাকিস্তানও দ্বিতীয় দল হিসেবে জায়গা করে নেয়। আজ থেকেই শুরু হয়েছে সুপার ফোর পর্ব, যেখানে প্রতিটি ম্যাচ কার্যত নকআউট ধাঁচের-শীর্ষে থাকা দুই দলই যাবে ফাইনালে।

সময়ের ঘড়ি বলছে-ঠিক এক সপ্তাহের ব্যবধানে ফের একবার বাইশগজে মুখোমুখি হচ্ছে দুই দল। তবে আগের ম্যাচের রেশ এখনও মিলিয়ে যায়নি। টস ও ম্যাচ শেষে পাকিস্তান অধিনায়ক ও খেলোয়াড়দের সঙ্গে হাত না মেলানোর ঘটনায় বিতর্কে জড়িয়েছিলেন ভারতীয় অধিনায়ক। এতে ক্ষুব্ধ হয়ে ম্যাচ রেফারির কাছে অভিযোগ তোলে পাকিস্তান। যদিও আইসিসি তাদের আপত্তিকে গুরুত্ব দেয়নি। সেই ম্যাচেও দায়িত্বে ছিলেন রেফারি অ্যান্ডি পাইক্রফ্ট, আর আজকের ম্যাচও তাকেই পরিচালনা করতে হবে।

ভারত প্রথম দুই ম্যাচ সহজেই জিতলেও ওমানের বিপক্ষে লড়াই কিছুটা কঠিন হয়েছিল। তবু জয় পেয়েছে তারা। তবে টিম ম্যানেজমেন্টকে ভাবাচ্ছে বোলারদের ফর্ম। অন্যদিকে পাকিস্তানও হারের পর ঘুরে দাঁড়িয়ে সুপার ফোর নিশ্চিত করেছে। ফলে আজকের লড়াই দুদলকেই সমান চাপে রাখবে।

আরও পড়ুন

দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ রাত সাড়ে আটটায় শুরু হবে এই হাইভোল্টেজ ম্যাচ। একদিকে আগের ম্যাচের আত্মবিশ্বাসী ভারত, অন্যদিকে প্রতিশোধের ক্ষুধায় থাকা পাকিস্তান-কোন দল হাসবে শেষ হাসি, তা জানতে কিছুটা সময় তো অপেক্ষা করতেই হবে।

তার আগে চলুন জেনে নেই আজকের এই লড়াই সরাসরি কোথায় দেখা যাবে। দুবাইয়ের মাঠে যারা থাকতে পারছেন না তাদের হতাশার কিছু নেই। কারণ একাধিক প্লাটফর্মে সরাসরি দেখা যাবে দুই চির শত্রুর লড়াই। বাংলাদেশে ভারত-পাকিস্তান লড়াই দেখা যাবে স্যাটাইলাইট চ্যানেল টি স্পোর্টস ও নাগরিক টিভিতে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশে আবারও ভূমিকম্প অনুভূত

রিজার্ভ চুরির ৮১ মিলিয়ন ডলার বাজেয়াপ্ত

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে ইন্টারপোলের রেড এলার্ট জারির নির্দেশ

নওগাঁসহ তিন জেলায় নতুন ডিসি

আমিরাতে ভিসা নিষেধাজ্ঞার খবর সত্য নয়

দেশে সন্ধ্যার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস