ভিডিও শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫

রংপুরে নারীর মস্তকবিহীন গলিত লাশ উদ্ধার 

রংপুরে নারীর মস্তকবিহীন গলিত লাশ উদ্ধার 

বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি: রংপুরের বদরগঞ্জে যমুনেশ্বরী নদীর কাশবন থেকে আসুমা বেগম নামে এক নারীর মস্তকবিহীন গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। তার বাড়ি নীলফামারীর জলঢাকা উপজেলার মীরগঞ্জ এলাকার রাঙ্গামাটিতে। তার বাবার নাম আসাদুল হক।

গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় বদরগঞ্জ থানা পুলিশ উপজেলার দামোদরপুর ইউনিয়নের মোস্তাফাপুর এলাকার যমুনেশ্বরী নদীর জলুবর এলাকার কাশবন থেকে মরদেহটি উদ্ধার করে। তবে এ রিপোর্ট লেখার সময় রাত ৮টা পর্যন্ত বদরগঞ্জ থানা পুলিশ তার অভিভাবকদের সাথে যোগাযোগ করতে পারেনি।

জানা যায়, গতকাল বৃহস্পতিবার বিকেলে জলুবর এলাকার লোকজন কাশবন এলাকা থেকে দুর্গন্ধ পেয়ে কাশবনে যায়। সেখানে গিয়ে তারা গলিত অবস্থায় এক নারীর মস্তকবিহীন মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। বদরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলেও পরিচয় শনাক্ত করতে পারেনি।

আরও পড়ুন

পরে সিআইডি’র বিশেষজ্ঞ দল ঘটনাসস্থলে উপস্থিত হয়ে প্রযুক্তির মাধ্যমে তার পরিচয় শনাক্ত করতে সক্ষম হয়। বদরগঞ্জ থানার ওসি একেএম আতিকুর রহমান জানিয়েছেন, মরদেহ পুলিশি হেফাজতে রয়েছে। এছাড়া অভিভাবকদের খোঁজে জলঢাকা পুলিশের কাছে বার্তা প্রেরণ করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাকসু নির্বাচন : ভিপি-জিএসসহ নারী প্রার্থী ৩২ জন

বগুড়ার বনানীতে সড়ক দুর্ঘটনায় একজন নিহত

ফিলিস্তিনে ইসরাইলি বসতি স্থাপন পরিকল্পনার নিন্দা জানালেন তারেক রহমান

পাঙাশ মাছ কি সত্যিই শরীরের জন্য ক্ষতিকর, যা বলছেন পুষ্টিবিদ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ফুটবল খেলা নিয়ে দুই পক্ষে সংঘর্ষ, আহত ১২

নেত্রকোণায় স্পিডবোট উল্টে তিন শিশুসহ নিখোঁজ ৪