নিউজ ডেস্ক
প্রকাশ : ১১ সেপ্টেম্বর, ২০২৫, ০৮:২৩ রাত
ডাকসু নির্বাচন সফলভাবে সম্পন্ন হওয়ায় সবার প্রতি উপাচার্যের কৃতজ্ঞতা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান।
ঢাবি প্রতিনিধিঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান ডাকসু ও হল সংসদ নির্বাচন সফলভাবে সম্পন্ন হওয়ায় শিক্ষার্থী, প্রার্থী, গণমাধ্যমকর্মী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং নির্বাচন-সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।
তিনি বলেন, শিক্ষার্থীদের দীর্ঘ দিনের প্রাণের দাবির প্রতি সম্মান জানিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন নির্বাচন আয়োজন করেছে। এটিকে ছাত্র-জনতার অভ্যুত্থান ও গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি সম্মান জানানোর সুযোগ হিসেবে দেখছেন তিনি। নির্বাচন চলাকালে সাংবাদিকদের ভূমিকার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে উপাচার্য চ্যানেল এস টেলিভিশনের প্রয়াত সাংবাদিক তারিকুল ইসলাম শিবলীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন। তিনি বলেন, গত এগারো মাস ধরে অসংখ্য সহকর্মী ও নির্বাচন কমিশনের সদস্যরা আন্তরিকভাবে দিন-রাত কাজ করেছেন।
নির্বাচন কমিশনের ত্যাগ ও কঠোর পরিশ্রমের উদাহরণ টেনে তিনি বলেন, “একজন সদস্য তার সন্তানের আইসিইউতে জীবন-মৃত্যুর লড়াই চলা অবস্থায়ও দায়িত্ব পালন করেছেন।”
উপাচার্য বিজয়ী ও পরাজিত উভয় প্রার্থীকে শুভকামনা জানিয়ে বলেন, “ডাকসুর মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানকে সক্রিয় করতে তারা একসঙ্গে ভূমিকা রেখেছেন। ভিন্নমত থাকা সত্ত্বেও পরমতসহিষ্ণুতার দৃষ্টান্ত তৈরি করেছেন।”
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিশেষ অবদানের কথা উল্লেখ করে তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পুলিশ প্রশাসন, গোয়েন্দা সংস্থাসহ সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
শেষে তিনি বলেন, “ডাকসু সক্রিয়করণের মাধ্যমে বিশ্ববিদ্যালয়কে অন্তর্ভুক্তিমূলক করার পাশাপাশি দেশের গণতান্ত্রিক প্রক্রিয়ায় অবদান রাখবে ঢাকা বিশ্ববিদ্যালয়।”
মন্তব্য করুন