ভিডিও মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর ২০২৫

ধর্ষণে বাধা দেওয়ায় কুবি ছাত্রী ও তার মাকে হত্যা: পুলিশ

ধর্ষণে বাধা দেওয়ায় কুবি ছাত্রী ও তার মাকে হত্যা: পুলিশ

ধর্ষণে বাধা দেওয়ায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ছাত্রী ও তার মাকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় প্রধান আসামি মো. মোবারক হোসেনকে (২৯) গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদ থেকে এসব তথ্য জানা গেছে।

গতকাল সোমবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় ঢাকায় পালিয়ে যাওয়ার সময় কুমিল্লা নগরীর বাগিচাগাঁও এলাকা থেকে মোবারক হোসেনকে গ্রেফতার করা হয়।

আজ মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুর ২টায় কুমিল্লা পুলিশ সুপার (এসপি) মোহাম্মাদ নাজির আহমেদ খান এ তথ্য নিশ্চিত করেন।

গ্রেফতার মোবারক হোসেন জেলার দেবিদ্বার উপজেলার কাবিলপুর গ্রামের মৃত. আবদুল জলিলের ছেলে।

আরও পড়ুন

পুলিশ সুপার (এসপি) মোহাম্মাদ নাজির আহমেদ খান বলেন, ঝাড়ফুঁক করার সুবাদে মোবারক হোসেন ভুক্তভোগীদের বাসায় যাতায়াত করতেন। রোববার সকাল সাড়ে ৮টায় বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীদের বাসায় প্রবেশ করেন তিনি। একপর্যায়ে তাকে ধর্ষণের চেষ্টা করলে তার মা বাধা দেন। এতে মোবারক ক্ষুব্ধ হয়ে মাকে অন্য একটি কক্ষে নিয়ে বালিশ চাপা দিয়ে হত্যা করেন। এরপর পুনরায় ভুক্তভোগী ছাত্রীকে তার রুমে গিয়ে ধর্ষণের চেষ্টা করেন। এসময় প্রতিরোধ করলে তাকে গলা টিপে হত্যা করা হয়। হত্যার পর মোবারক ঘর থেকে চারটি মোবাইল ফোন ও একটি ল্যাপটপ নিয়ে দ্রুত পালিয়ে যায়।

ধর্ষণ হয়েছে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ধর্ষণ হয়েছে কি না বিষয়টি ময়নাতদন্ত ও ফরেনসিক রিপোর্ট হাতে পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে।

এর আগে রোববার (৭ সেপ্টেম্বর) দিবাগত রাত ২টার দিকে ৩ নম্বর ওয়ার্ডের কালিয়াজুরী পিটিআই মাঠ সংলগ্ন নেলী কটেজ ভবনের দ্বিতীয়তলা থেকে নগরীর সুজানগর এলাকার বাসা থেকে দুজনের মরদেহ উদ্ধার করে পুলিশ। ভুক্তভোগী ছাত্রী কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

'প্লিজ ছাত্রলীগ হইয়েন না', ছাত্রদলের প্রতি ফরহাদের আহ্বান

নিখোঁজের আটদিন পর পুকুর থেকে অটোচালকের মৃতদেহ উদ্ধার

ঐশ্বরিয়ার অন্তরঙ্গ মুহূর্তের ছবি ভাইরাল, আদালতের দ্বারস্থ অভিনেত্রী

ক্যাবের নতুন সভাপতি এ এইচ এম সফিকুজ্জামান

বগুড়ার সোনাতলায় ফল ও পেঁপে চাষে কৃষকের আগ্রহ বাড়ছে

মিনিস্টার এসিতে চলছে বাজিমাত অফার