ভিডিও শুক্রবার, ০৫ সেপ্টেম্বর ২০২৫

গোবিন্দগঞ্জে ৩৭ কেজি ওজনের কষ্টি পাথরের মূর্তিসহ গ্রেফতার ৩

গোবিন্দগঞ্জে ৩৭ কেজি ওজনের কষ্টি পাথরের মূর্তিসহ গ্রেফতার ৩, ছবি: দৈনিক করতোয়া ।

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি :  গাইবান্ধার গোবিন্দগঞ্জে ৩৭ কেজি ওজনের একটি কষ্টি পাথরের মূর্তি উদ্ধার করা হয়েছে। মূর্তিটি পাচারের সাথে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার হয়েছে তিনজন। গত বুধবার (৩ সেপ্টেম্বর) দিবাগত রাতে র‌্যাব-১৩ দিনাজপুর, সিটিসি’র অভিযানে উপজেলার কাটাবাড়ি ইউনিয়নের বাগদাবাজার এলাকা থেকে প্রায় কোটি টাকা মূল্যমানের মূর্তিটি উদ্ধার ও পাচারের সাথে জড়িত তিনজনকে গ্রেফতার করা হয়। 

গোবিন্দগঞ্জ থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদেরভিত্তিতে বুধবার রাতে র‌্যাব-১৩ দিনাজপুর, সিটিসি’র নায়েক সুবেদার আব্দুর রউফের নেতৃত্বে একটি আভিযানিক দল গোবিন্দগঞ্জ উপজেলার কাটাবাড়ী ইউনিয়নের কাটাবাড়ী গ্রামের বাগদাবাজার এলাকায় কোটি টাকা মূল্যের ৩৭ কেজি ওজনের একটি কষ্টি পাথরের মূর্তিটি উদ্ধার করে। এসময় মূর্তি পাচারের সাথে জড়িত থাকার অভিযোগে কাটাবাড়ী ইউনিয়নের খলিলুর রহমানের ছেলে মিজানুর রহমান (৩৫), একই এলাকার আব্দুল কুদ্দুস শেখের ছেলে লিটন মিয়া (৩০) ও নীলফামারীর সৈয়দপুর উপজেলার বড়াইগ্রামের অনিল চন্দ্র সরকারের ছেলে শিবু সরকারকে (৩০) গ্রেফতার করা হয়। উদ্ধার হওয়া মূর্তি ও তিন পাচারকারীকে রাতেই গোবিন্দগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব জানায়, উদ্ধারকৃত কষ্টি পাথরের মূর্তিটি দিনাজপুরের কাহারোল প্রত্নতাত্ত্বিক অধিদপ্তরের মাধ্যমে পরীক্ষা করলে প্রাথমিকভাবে এটি আসল কষ্টি পাথরের মূর্তি বলে জানা গেছে।  গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) বুলবুল ইসলাম জানান, মূর্তিটি দেখতে কষ্টি পাথরের মতো হলেও বিশেষজ্ঞ পরীক্ষা-নিরীক্ষার পর প্রকৃতপক্ষে এর গুণাগুণ ও মূল্য নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে

আরও পড়ুন

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোমবাটিকে স্বপ্নবান ইয়াসমিন

স্বামীর মরদেহ নিয়ে ফেরার পথে স্ত্রীর মৃত্যু, পাশাপাশি দাফন

জাতীয় নির্বাচনে দায়িত্ব পালনের জন্য দেড় লাখ পুলিশকে বিশেষ প্রশিক্ষণ

চোরদের হাতে নয়, দেশের চাবি তুলে দিতে চাই সৎ চৌকিদারদের হাতে : ডা. শফিকুর

হলে সিট না পাওয়া নারী শিক্ষার্থীদের জন্য আলাদা আবাসনের প্রতিশ্রুতি সাদিক কায়েমের

অতীতের ইতিহাসের জন্য জনগণের কাছে ক্ষমা চান : জামায়াতকে ফারুক