মাঠে নামছে ব্রাজিল-আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক: দীর্ঘ বিরতির পর আবার মাঠে নামছে লাতিন আমেরিকার দুই পরাশক্তি ব্রাজিল ও আর্জেন্টিনা। ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে বাংলাদেশ সময় শুক্রবার সকাল সাড়ে ৬টায় চিলির বিপক্ষে মাঠে নামছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। একই দিন সকাল সাড়ে ৫টায় ভেনেজুয়েলার মুখোমুখি হবে আরেক পরাশক্তি বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। চিলির বিপক্ষে ব্রাজিলের ম্যাচটি হবে মারাকানা স্টেডিয়ামে। আর্জেন্টিনাও খেলবে ঘরের মাঠে মনুমেন্তালে।
কার্লো আনচেলত্তি ব্রাজিলের দায়িত্ব নেওয়ার পর এখন পর্যন্ত দুটি ম্যাচ খেলেছে ব্রাজিল। দুটিতেই অপরাজিত থেকেছে তারা, একটি জয়ের সঙ্গে, অন্যটি ড্র। বর্তমানে বাছাই টেবিলে তিনে অবস্থান করছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। তাদের লক্ষ্য জয়ের ধারা ধরে রেখে বিশ্বমঞ্চে পৌঁছানো।একটি হারই পাল্টে দিতে পারে টেবিলের দৃশ্যপট। যদিও সেই সম্ভাবনা কম। কেননা চিলি বাছাইপর্বে ১৬টি ম্যাচ খেলে মাত্র দুটিতে জিতে অবস্থান করছে টেবিলের তলানিতে। দুই দলের সবশেষ পাঁচ দেখায় এখনো অপরাজিত ব্রাজিল। পরিসংখ্যান বলছে, দুই দলের ৭৬ ম্যাচে দেখায় ৫৫ জয় ব্রাজিলের, ৮ ম্যাচ জিতেছে চিলি আর ড্র হয়েছে ১৩ ম্যাচ।
অন্য ম্যাচে ফুরফুরে মেজাজে নামবে লিওনেল মেসির আর্জেন্টিনা। তারা ইতোমধ্যে লাতিন আমেরিকা অঞ্চল থেকে প্রথম দল হিসেবে বিশ্বকাপে জায়গা করে নিয়েছে। বর্তমানে টেবিলের শীর্ষে থাকা লিওনেল স্কালোনির দল বিশ্বকাপের পথটা ভালোভাবে শেষ করতে চায়। এই ম্যাচে ফিরছেন আর্জেন্টিনার প্রাণভোমরা লিওনেল মেসি।
আরও পড়ুনএদিকে, ভেনেজুয়েলা আছে টেবিলের সাতে। তাদের সামনে এখনো সুযোগ আছে বিশ্বকাপে খেলার। এজন্য তাদের সামনের খেলাগুলো জিততে হবে। তবে আর্জেন্টিনার বিপক্ষে জয় সহজ হবে না। পরিসংখ্যান বলছে, সবশেষ পাঁচ দেখাতেই আলবিসেলেস্তেদের কাছে হার মেনেছে ভেনেজুয়েলা। সব মিলিয়ে দুই দলের ২৯ বারের দেখায় ২৪ জয় আর্জেন্টিনার, ভেনেজুয়েলা জিতেছে ২ ম্যাচ, ড্র হয়েছে বাকি ৩টি। এবার দেখার পালা মাঠের লড়াইয়ে কী হয়।
মন্তব্য করুন