বগুড়া রেলওয়ে মার্কেটের দুর্নীতিবাজ ও মামলার আসামিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে এসপির কাছে স্মারকলিপি

বগুড়া ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতির পক্ষ থেকে বগুড়া রেলওয়ে মার্কেট এর দুর্নীতিবাজ, অর্থ আত্মসাৎ, প্রতারণা, আওয়ামী দোসর, এজাহার ভুক্ত মামলার আসামি দ্বয়ের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গতকাল সোমবার সকালে বগুড়া জেলা পুলিশ কার্যালয়ে পুলিশ সুপার জেদান আল মুসার নিকট স্মারকলিপি প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন বগুড়া ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড এর অন্তবর্তীকালীন কমিটির সভাপতি আঃ রহিম রানা, সদস্য আ: রহিম আকন্দ এবং অত্র মার্কেট পরিচালনা কমিটির সভাপতি এরশাদুল বারী এরশাদ, সহ-সভাপতি রেজাউল হাসান রানু, মাহবুবর রহমান, রফিকুল ইসলাম, লিয়াকত হোসেন লিউলিন, সাধারণ সম্পাদক মো: কায়েস, যুগ্ম সাধারণ সম্পাদক মো: ওমর ফারুক, সহ-সাংগঠনিক সম্পাদক মো: রুহুল কুদ্দুস সাহেদ, অর্থ বিষয়ক সম্পাদক মো: আমানুল্লাহ বাবু, সহ-অর্থ বিষয়ক সম্পাদক সেলিম শেখসহ অন্যান্য নেতৃবৃন্দ। খবর বিজ্ঞপ্তি’র।
মন্তব্য করুন