ভিডিও রবিবার, ৩১ আগস্ট ২০২৫

দিনাজপুরের ঘোড়াঘাটে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার

দিনাজপুরের ঘোড়াঘাটে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার। প্রতীকী ছবি

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের ঘোড়াঘাটে জীতেন চন্দ্র মোহন্ত (৫৭) নামে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি উপজেলার চাঁদপাড়া গ্রামের মৃত উপেন্দ্রনাথ মোহন্তের ছেলে। গতকাল শনিবার বেলা ২ টায় ঘোড়াঘাট থানা পুলিশ ঝুলন্ত অবস্থায় লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। এর আগে সকাল সাড়ে ১০টায় এ ঘটনা ঘটে।

স্থানীয় ও নিহতের আত্মীয় সূত্রে জানা যায়, জীতেন চন্দ্র মোহন্ত দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। গত এক মাস থেকে তার মানসিক চিকিৎসা চলছে। ঘটনার দিন পরিবারের লোকজন বাড়ির সাংসারিক কাজে ব্যস্ত থাকায় সকাল ৯ টায় কোন এক সময় বাড়ির গোয়াল ঘরের তীরের সাথে আত্মহত্যা করেছে। পরে বাড়ির লোকজন তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে চিৎকার চেচামেচি করে।

আরও পড়ুন

খবর পেয়ে খানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে এবং সুরুতহাল রিপোর্ট তৈরি করে থানায় নিয়ে যায়। এ বিষয়ে কথা হলে ঘোড়াঘাট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আমরা লাশের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য দিনাজপুর পাঠিয়েছি। ময়নাতদন্ত রিপোর্ট হাতে পাওয়ার পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রংপুরে এক ঘন্টার বৃষ্টিতে নগরীর অলিগলির সড়কে জলাবদ্ধতা 

পাবনার ভাঙ্গুড়ায় ১২ দিনেও পরিচয় মেলেনি লরির চাপায় নিহত দুই নারীর, চালক-হেলপার গ্রেফতার

বগুড়ার ধুনট পৌর নির্বাহী কর্মকর্তার জমির ধান গাছ কেটে জমি দখলের চেষ্টা

লালমনিরহাটের কাঁচাবাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের দামে অস্থিরতা

পাবনার সুজানগরের পদ্মা নদীতে বিষ দিয়ে মাছ শিকার

রংপুরে হামলার আশঙ্কায় জাতীয় পার্টির কার্যালয়ে নেতাকর্মীদের অবস্থান