ভিডিও রবিবার, ৩১ আগস্ট ২০২৫

ধ্বংসস্তুপে আটকে আছে মানুষ, যা বললেন উদ্বিগ্ন কঙ্গনা

বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত

বিনোদন ডেস্ক ঃ সামাজিক মাধ্যমে এক স্ট্যাটাস দিয়ে মান্ডির সংসদ সদস্য বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত আশঙ্কা প্রকাশ করে বলেছেন, মান্ডির ধ্বংস্তুপের নিচে আটকে রয়েছে বহু মানুষ। অভিনেত্রীর এমন পোস্টের পরেই মানুষের কাছে ভুল খবর না ছড়ানোর আবেদন করেছেন ডেপুটি কমিশনার। এর আগে অভিনেত্রী জানিয়েছিলেন, রাজনীতির জগতে এসে তিনি হিমশিম খাচ্ছেন।

এবার নিজেই নিজের এলাকা মান্ডির বিধ্বস্ত অবস্থার কথা তুলে ধরলেন কঙ্গনা রানাউত। এ এলাকারই সংসদ সদস্য তিনি। সামাজিক মাধ্যমে কঙ্গনা লিখেছেন মান্ডিতে বনালার কাছে বড় দুর্ঘটনার খবরে খুবই বিধ্বস্ত লাগছে। ধস নামার পর ধ্বংস্তুপের নিচের বহু মানুষ ও যানবাহন আটকে রয়েছে বলে আশঙ্কা হচ্ছে। অভিনেত্রী বলেন, বিধ্বস্ত পরিবারের সঙ্গে আমি আছি। আমি প্রশাসনের সঙ্গেও অনবরত বিষয়টি নিয়ে কথা বলছি। ত্রাণ এবং উদ্ধারের কাজ চলছে। আশা করছি, ঈশ্বর সবাইকে সুরক্ষিত রাখবেন। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।

আরও পড়ুন

কঙ্গনার এই পোস্টের কিছুক্ষণের মধ্যেই বিপর্যয় মোকাবিলা দপ্তরের চেয়ারম্যান তথা ডেপুটি কমিশনার অপূর্ব দেবগণ জানান, ধ্বংসস্তুপের নিচে মানুষ আটকে রয়েছে এমন কোনো খবর তাদের কাছে নেই। তিনি সংবাদমাধ্যমকে বলেছেন, দয়া করে গুজব ছড়াবেন না বনালার ধস নিয়ে। ধ্বংস্ধসঢ়;স্তপের নিচে কেউ আটকে নেই। দুজনের ভিন্ন বক্তব্যে ধন্দে পড়েছেন সামাজিক মাধ্যমের নেটিজেনরা। আবার নিন্দুকদের দাবি, রাজনীতির ময়দানে নিজেকে মানিয়ে নিতে গিয়ে ভুল করে ফেলছেন কঙ্গনা রানাউত। তার রাজনীতি ছেড়ে আবার অভিনয়ে ফেরা উচিত। বছর না ঘুরতেই রাজনীতি নিয়ে তৈরি হওয়া আক্ষেপ একেক করে শেয়ার করে নিচ্ছেন কঙ্গনা রানাউত। গত বছর বিপুল ভোটে জয়ী হয়ে হিমাচলপ্রদেশের মান্ডি কেন্দ্রের সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন অভিনেত্রী। সেই সময় তিনি জানিয়েছিলেন নালা পরিষ্কার করা ও রাস্তা সাফাই করার মতো সমস্যা নিয়ে তার দ্বারস্থ হচ্ছেন সাধারণ মানুষ। বিষয়টি মোটেই পছন্দ হচ্ছে না তার। রাজনীতি করে রোজগারের পরিমাণ নিয়েও সন্তুষ্ট নন বলে জানিয়েছিলেন অভিনেত্রী।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রংপুরে এক ঘন্টার বৃষ্টিতে নগরীর অলিগলির সড়কে জলাবদ্ধতা 

পাবনার ভাঙ্গুড়ায় ১২ দিনেও পরিচয় মেলেনি লরির চাপায় নিহত দুই নারীর, চালক-হেলপার গ্রেফতার

বগুড়ার ধুনট পৌর নির্বাহী কর্মকর্তার জমির ধান গাছ কেটে জমি দখলের চেষ্টা

লালমনিরহাটের কাঁচাবাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের দামে অস্থিরতা

পাবনার সুজানগরের পদ্মা নদীতে বিষ দিয়ে মাছ শিকার

রংপুরে হামলার আশঙ্কায় জাতীয় পার্টির কার্যালয়ে নেতাকর্মীদের অবস্থান