সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা ১১তম গ্রেডে বেতনসহ তিন দফা দাবিতে শনিবার ঢাকায় এক মহাসমাবেশ-এর ডাক দিয়েছেন।
শনিবার (৩০ আগস্ট) সকাল ৯টায় ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে এ মহাসমাবেশ শুরু হবে।
‘সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদ’ নামে প্রাথমিক শিক্ষকদের ছয়টি সংগঠনের মোর্চা এই কর্মসূচির আয়োজন করেছে। তাদের প্রধান দাবিগুলোর মধ্যে রয়েছে—সহকারী শিক্ষকদের জন্য ১১তম গ্রেডে বেতন, শতভাগ শিক্ষককে পদোন্নতি দেওয়া এবং ১০ ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড প্রাপ্তির জটিলতা দূর করা।
ঐক্য পরিষদের অন্যতম নেতা ও বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ শামছুদ্দীন সাংবাদিকদের জানান, সরকার তাদের দাবি পূরণের জন্য একটি নির্দিষ্ট সময়সীমা পেলেও কোনো দৃশ্যমান পদক্ষেপ নেয়নি। এ কারণেই তারা আন্দোলনে নেমেছেন। তিনি আশা প্রকাশ করেন, এই সমাবেশে এক লাখেরও বেশি শিক্ষক অংশ নেবেন।
আরও পড়ুন