ভিডিও শনিবার, ৩০ আগস্ট ২০২৫

৩ দাবিতে শনিবার আন্দোলনে নামছেন প্রাথমিকের শিক্ষকরা

৩ দাবিতে শনিবার আন্দোলনে নামছেন প্রাথমিকের শিক্ষকরা

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা ১১তম গ্রেডে বেতনসহ তিন দফা দাবিতে শনিবার ঢাকায় এক মহাসমাবেশ-এর ডাক দিয়েছেন।

শনিবার (৩০ আগস্ট) সকাল ৯টায় ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে এ মহাসমাবেশ শুরু হবে।

‘সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদ’ নামে প্রাথমিক শিক্ষকদের ছয়টি সংগঠনের মোর্চা এই কর্মসূচির আয়োজন করেছে। তাদের প্রধান দাবিগুলোর মধ্যে রয়েছে—সহকারী শিক্ষকদের জন্য ১১তম গ্রেডে বেতন, শতভাগ শিক্ষককে পদোন্নতি দেওয়া এবং ১০ ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড প্রাপ্তির জটিলতা দূর করা।

ঐক্য পরিষদের অন্যতম নেতা ও বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ শামছুদ্দীন সাংবাদিকদের জানান, সরকার তাদের দাবি পূরণের জন্য একটি নির্দিষ্ট সময়সীমা পেলেও কোনো দৃশ্যমান পদক্ষেপ নেয়নি। এ কারণেই তারা আন্দোলনে নেমেছেন। তিনি আশা প্রকাশ করেন, এই সমাবেশে এক লাখেরও বেশি শিক্ষক অংশ নেবেন।

আরও পড়ুন

শিক্ষক নেতারা আরও জানিয়েছেন যে, বিএনপি, জামায়াত, এনসিপি, গণসংহতি আন্দোলন, গণ অধিকার পরিষদসহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা এই শিক্ষক আন্দোলন-এর প্রতি সমর্থন জানিয়ে সমাবেশে অংশ নেবেন। সমাবেশের জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনারের কাছে লিখিত আবেদন করা হয়েছে।

এই সমাবেশটি প্রাথমিক শিক্ষকদের দীর্ঘদিনের বেতন বৈষম্য ও পদোন্নতির জটিলতা নিরসনের দাবির প্রতিফলন। শিক্ষকরা আশা করছেন, এই বিশাল সমাবেশ তাদের দাবি পূরণে সরকারের ওপর চাপ সৃষ্টি করবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আইসিইউতে নুর

নুরের ওপর হামলা: সারা দেশে বিক্ষোভ মিছিলের ঘোষণা গণঅধিকার পরিষদের

আহত নুরকে দেখতে এসে তোপের মুখে আসিফ নজরুল, ‘ভুয়া ভুয়া’ স্লোগান

জড়িত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের গ্রেপ্তার দাবি করল জামায়াত

প্রতিবাদ জানালেন আসিফ নজরুল, হাসনাত বললেন 'ভণ্ডামি বাদ দেন'

নুরের ওপর হামলার প্রতিবাদে ঢাবিতে বিক্ষোভ, জাপা নিষিদ্ধের দাবি