ভিডিও শনিবার, ৩০ আগস্ট ২০২৫

ষড়যন্ত্র করে লাভ নেই, ফেব্রুয়ারিতেই নির্বাচন: ফারুক

ষড়যন্ত্র করে লাভ নেই, ফেব্রুয়ারিতেই নির্বাচন: ফারুক

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, ষড়যন্ত্র করে কোনো লাভ নেই, ফেব্রুয়ারিতে নির্বাচন হবেই, কেউ তা ঠেকাতে পারবে না।

আজ শুক্রবার (২৯ আগস্ট) জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে বিএনপির সহযোগী সংগঠন জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

সংগঠনের সভাপতি হুমায়ুন কবির বেপারীর সভাপতিত্বে সভায় বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে “স্বনির্ভর বাংলাদেশ গঠনে শহীদ জিয়ার অবদান” শীর্ষক আলোচনা হয়।

ফারুক বলেন, যারা ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল, তারা আজও দেশের বিরোধিতা করছে। তিনি অভিযোগ করে বলেন, ফ্যাসিবাদের দোসররা দেশে অস্থিতিশীলতা তৈরি করে নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে।

তিনি আরও বলেন, জনগণের আকাঙ্ক্ষা ছিল দ্রুত একটি সুষ্ঠু ও অবাধ নির্বাচন হবে, যাতে গণতন্ত্র, ভোটাধিকার ও বাকস্বাধীনতা ফিরে আসে। কিন্তু আমরা আজ তার উল্টোটা দেখছি।

আরও পড়ুন

সভায় বিশেষ অতিথির বক্তব্যে বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন বলেন, স্বাধীনতা বিরোধী অপশক্তির বিরুদ্ধে জনগণকে সজাগ হতে হবে।

তিনি বলেন, স্বাধীনতার পর থেকেই এ অপশক্তি গণতন্ত্র ও জনগণের ভোটাধিকার নিয়ে ছিনিমিনি করছে। ১৯৭১ সালের ভুলের জন্য জাতির কাছে তাদের ক্ষমা চেয়ে নির্বাচনে অংশগ্রহণ করা উচিত।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বাংলাদেশ সংবাদপত্র সম্পাদক সমিতির চেয়ারম্যান মোস্তফা কামাল মজুমদার, কবি মাহমুদুল হাসান নিজামী, সাংবিধানিক অধিকার ফোরামের সভাপতি সুরঞ্জন ঘোষ, জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের সহসভাপতি হাশেম চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মজনুর রহমান, অপরাজয় বাংলাদেশের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন সিরাজী, আমিরুল ইসলাম নয়ন, সাবের হোসেন খোকন, মহিদুল ইসলাম মামুন, মো. অলিউল্লাহ ও মো. শরিফুল হাই প্রমুখ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নুরসহ গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের ওপর হামলায় ছাত্রদলের নিন্দা

আইসিইউতে নুর

নুরের ওপর হামলা: সারা দেশে বিক্ষোভ মিছিলের ঘোষণা গণঅধিকার পরিষদের

আহত নুরকে দেখতে এসে তোপের মুখে আসিফ নজরুল, ‘ভুয়া ভুয়া’ স্লোগান

জড়িত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের গ্রেপ্তার দাবি করল জামায়াত

প্রতিবাদ জানালেন আসিফ নজরুল, হাসনাত বললেন 'ভণ্ডামি বাদ দেন'